spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাস১৬ জুলাইয়ের মধ্যে ছাত্রলীগের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাজশাহী কলেজ ছাত্রদলের হুঁশিয়ারি

১৬ জুলাইয়ের মধ্যে ছাত্রলীগের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাজশাহী কলেজ ছাত্রদলের হুঁশিয়ারি

মোঃ মুজাহিদুল ইসলাম, রাজশাহী কলেজ প্রতিনিধিঃ রাজশাহী কলেজে সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের সন্ত্রাসী হামলার এক বছর পূর্তি উপলক্ষে হামলাকারীদের বিচারের দাবিতে ফের সরব হয়েছে কলেজ শাখা ছাত্রদল।

সোমবার (৭ জুলাই) বেলা ১২টায় সংগঠনটির আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবিরের নেতৃত্বে কলেজ অধ্যক্ষ বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে ১৬ জুলাইয়ের মধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনি পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়। নির্ধারিত সময়ের মধ্যে কোনো ব্যবস্থা না নেওয়া হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন নেতারা।

রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর মুঃ যহুর আলীর হাতে স্মারকলিপি হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহিম আলী, কলেজ ছাত্রদলের সদস্যসচিব আমিনুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক রাশিকুজ্জামান প্রীতমসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

স্মারকলিপিতে বলা হয়, ২০২৪ সালের ১৬ জুলাই সাধারণ শিক্ষার্থীদের ওপর সশস্ত্র হামলা চালায় ছাত্রলীগের একদল নেতাকর্মী। সেই ঘটনায় এক বছর পেরিয়ে গেলেও এখনো কোনো বিচার হয়নি, বরং অভিযুক্তরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। স্মারকলিপিতে হামলাকারীদের বিরুদ্ধে কলেজ প্রশাসনের পক্ষ থেকে পৃথক মামলা দায়ের, অভিযুক্তদের বহিষ্কার, নির্যাতিত শিক্ষার্থীদের জন্য নিরপেক্ষ তদন্ত ও বিচার নিশ্চিতকরণ এবং ক্যাম্পাসে নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতের দাবি জানানো হয়।

এ বিষয়ে ছাত্রদলের আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবির বলেন, “ডিসেম্বরে একই দাবিতে স্মারকলিপি দিয়েছিলাম, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ দেখতে পাইনি। এবার আমরা স্পষ্ট করে বলে দিতে চাই—১৬ জুলাইয়ের মধ্যে যদি দৃশ্যমান কোনো ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে আমরা কঠোর আন্দোলনের দিকে যেতে বাধ্য হবো।”

আরও পড়ুনঃ শিক্ষার্থীদের ওপর হামলার বিচারসহ সাত দফা দাবি রাজশাহী কলেজে ছাত্রশিবিরের

তিনি আরও বলেন, “আমরা চাই নিরপেক্ষ তদন্ত হোক। প্রশাসন চাইলে আমরা তদন্তে সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত। কিন্তু বিচারের নামে কোনো প্রহসন মেনে নেওয়া হবে না।”

অধ্যক্ষ যহুর আলী স্মারকলিপির জবাবে বলেন, “ছাত্রদলের পক্ষ থেকে যে দাবি ও প্রস্তাবনা এসেছে, তা নিয়ে আমরা কলেজের শিক্ষক ও প্রশাসনের সঙ্গে আলোচনা করবো। যদি নির্দিষ্ট কোনো অভিযোগ থাকে, তদন্ত সাপেক্ষে অবশ্যই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”

উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ জুলাই রাজশাহী কলেজে সংঘটিত ছাত্রলীগের হামলায় একাধিক সাধারণ শিক্ষার্থী আহত হন। সেই ঘটনার বিচার দাবিতে ইতিপূর্বেও ছাত্রদল একাধিকবার স্মারকলিপি দিয়েছে। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও অভিযুক্তদের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ আন্দোলনকারীদের।