spot_img

― Advertisement ―

spot_img

মার্কশিট প্রাপ্তিতে জটিলতার প্রতিবাদ ইবির ছাত্র ইউনিয়নের

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের মার্কশিট প্রাপ্তি সংক্রান্ত দীর্ঘসূত্রিতা এবং অব্যাহত ভোগান্তির তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ইসলামী বিশ্ববিদ্যালয় সংসদ।...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসমার্কশিট প্রাপ্তিতে জটিলতার প্রতিবাদ ইবির ছাত্র ইউনিয়নের

মার্কশিট প্রাপ্তিতে জটিলতার প্রতিবাদ ইবির ছাত্র ইউনিয়নের

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের মার্কশিট প্রাপ্তি সংক্রান্ত দীর্ঘসূত্রিতা এবং অব্যাহত ভোগান্তির তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ইসলামী বিশ্ববিদ্যালয় সংসদ। সোমবার (৭ জুলাই) এক সংবাদ বিবৃতিতে সংগঠনটি বিষয়টি নিশ্চিত করে।

বিবৃতিতে বলা হয়, ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা এক বছর আগে স্নাতক সম্পন্ন করলেও এখনো মার্কশিট হাতে পাননি। ফলে চাকরির আবেদন, উচ্চশিক্ষা কিংবা বিদেশে পড়াশোনার মতো গুরুত্বপূর্ণ সুযোগগুলোতে তারা চরম অনিশ্চয়তা ও হতাশায় পড়েছেন।

ছাত্র ইউনিয়নের নেতৃবৃন্দ বলেন, “শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলার অধিকার কারো নেই। বিশ্ববিদ্যালয় প্রশাসন ‘সফটওয়্যার সমস্যার’ অজুহাতে এই দায় এড়িয়ে যেতে পারে না। দ্রুততম সময়ে কার্যকর সমাধান না করা হলে তা শিক্ষার্থীদের প্রতি চরম অবহেলা হিসেবে বিবেচিত হবে।”

বিবৃতিতে আরও বলা হয়, “বর্তমানে সনদ ও ট্রান্সক্রিপ্ট অনলাইন সেবার মাধ্যমে সরবরাহ করা হচ্ছে, তাহলে মার্কশিট প্রদানে এই দীর্ঘসূত্রিতা কেন—তা বোধগম্য নয়। এটি প্রশাসনিক ব্যর্থতা এবং দায়িত্বহীনতার প্রতিচ্ছবি।”

আরও পড়ুনঃ ‘টেস্ট অব লরেন্স’ উৎসবে মেয়র ড. শাহাদাত হোসেন

ছাত্র ইউনিয়নের সভাপতি মাহমুদুল হাসান ও সাধারণ সম্পাদক নূর আলম এক যৌথ বিবৃতিতে বলেন, “যেখানে শিক্ষাজীবনের একটি অধ্যায় সফলভাবে শেষ করার পর শিক্ষার্থীরা নতুন পথে পা রাখতে চায়, সেখানে এমন প্রশাসনিক জটিলতা লজ্জাজনক ও অগ্রহণযোগ্য। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।”

তারা আরও বলেন, “শুধু মার্কশিট নয়, একাডেমিক যেকোনো কাগজপত্র উত্তোলনেও শিক্ষার্থীরা যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়েও কার্যকর ও নিরবচ্ছিন্ন ব্যবস্থা নিতে হবে।”

বিবৃতিতে ছাত্র ইউনিয়ন হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, দ্রুত সমাধান না হলে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে তারা শান্তিপূর্ণ কর্মসূচিতে যেতে বাধ্য হবে।