spot_img

― Advertisement ―

spot_img

আবিদের উক্তি নিয়ে ব্যঙ্গ, ক্ষমা চেয়ে ব্যাখা দিলেন পোস্টকারীরা

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ ডাকসুর ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলামের জুলাই আন্দোলনে বলা ‘প্লিজ, কেউ কাউকে ছেড়ে যায়েন না’ অংশটি নিয়ে ব্যঙ্গ করার...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসইকসু গঠনে সরবের আহ্বান এনসিপি নেতা নাহিদের

ইকসু গঠনে সরবের আহ্বান এনসিপি নেতা নাহিদের

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ জুলাই গণ-অভ্যুত্থানে শিক্ষার্থীরা নেতৃত্ব দিয়েছে এবং সেই নেতৃত্বের বিকাশের জন্য ছাত্র সংসদ নির্বাচন অপরিহার্য—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বুধবার (৯ জুলাই) রাত সাড়ে ১০টায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার আয়োজিত পদযাত্রা ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, “নিজের মত প্রকাশ, বিশ্ববিদ্যালয়ের কাঠামোগত সংস্কার এবং অধিকার আদায়ের জন্য ছাত্র সংসদ নির্বাচন প্রয়োজন। শিক্ষার্থীদের এই দাবিতে আমরা একাত্ম।”

ছাত্র সংসদের দাবিতে নাহিদ ইসলাম বলেন, “গণ-অভ্যুত্থানের পরে আমাদের অনেক আশা ছিল। আমরা বারবার বলে আসছি, ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। কিন্তু এখন পর্যন্ত কোনো বিশ্ববিদ্যালয়ে তা কার্যকর হয়নি। আমরা এই সভা থেকে আবারও বলছি—ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইসলামী বিশ্ববিদ্যালয়সহ দেশের সব বিশ্ববিদ্যালয়ে দ্রুত ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে।”

আরও পড়ুনঃ একটা সিটের বিনিময়ে মেরুদণ্ড বিক্রি করে দিয়েন না: হাসনাত আব্দুল্লাহ

পথসভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন জুলাই আন্দোলনের শহিদ সাব্বিরের পরিবার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সমন্বয়ক এস এম সুইট, সহ-সমন্বয়ক তানভীর মাহমুদ মণ্ডল, গোলাম রব্বানী ও ইয়াসিরুল কবির সৌরভসহ অন্যান্য নেতৃবৃন্দ