তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নীলফামারী জেলা ছাত্রকল্যাণ সমিতির ২০২৫-২৬ বর্ষের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০২০-২১ বর্ষের শিক্ষার্থী রাউফুল্লাহ খান এবং সাধারণ সম্পাদক হয়েছেন চারুকলা বিভাগের একই বর্ষের শিক্ষার্থী মঞ্জুরুল আহমেদ।
বৃহস্পতিবার (১০ জুলাই) সংগঠনটির উপদেষ্টা মণ্ডলীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন—সহ-সভাপতি আব্দুল্লাহ আল কাফি, রাকিব হাসনাত ও আয়েশা সিদ্দিকা মনি; যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাফিউল ইসলাম ও গালিব আনান; সাংগঠনিক সম্পাদক মো. রুমন ইসলাম; যুগ্ম সাংগঠনিক সম্পাদক ভীষ্মদেব; দপ্তর সম্পাদক মো. কামরুজ্জামান; উপ-দপ্তর সম্পাদক আনিত্য কুমার রায়; অর্থ সম্পাদক মো. মেহেদী হাসান; সহ-অর্থ সম্পাদক কাজী আনিতা জামান; প্রচার সম্পাদক ফারহানা ইয়াসমিন; উপ-প্রচার সম্পাদক মো. মোজাহিদ হোসেন; আইনবিষয়ক সম্পাদক আজমেরী রহমান; উপ-আইন সম্পাদক মো. গোলাম রাব্বানী মিজান; সংস্কৃতি সম্পাদক কাজী বৈশাখী; উপ-সংস্কৃতি সম্পাদক জিন্নাত মালিয়াত সীমা; ক্রীড়া সম্পাদক ফরহাদ ইসলাম; উপ-ক্রীড়া সম্পাদক শিমুল রানা সোহান।
কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন—সম্রাট ইসলাম, রাশেদ ইসলাম, শম্পা আক্তার, সাদিকুল ইসলাম, দীনবন্ধু রায় দেবা, সাফায়েত বাধন, আদুরী তামান্না, রায়হান ইসলাম, মোহন রায়, আলিফ ইসলাম, আফরিন আক্তার মৌ ও রেজা।
আরও পড়ুনঃ ইকসু গঠনে সরবের আহ্বান এনসিপি নেতা নাহিদের
এর আগে দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের ইবনে সিনা বিজ্ঞান ভবনের ১০২ নম্বর কক্ষে নবীনবরণ ও প্রবীণ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। নবীনদের ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ এবং প্রবীণদের সম্মাননা স্মারক দেওয়া হয়।
অনুষ্ঠানে সংগঠনটির সাবেক সভাপতি ও নবনিযুক্ত উপদেষ্টা অধ্যাপক ড. শেখ এবিএম জাকির হোসেন বলেন, “আজকের দিনটি আমাদের জন্য গর্ব ও আনন্দের। এটি এক আত্মিক মিলনের দিন, যেখানে নতুনরা দায়িত্ব গ্রহণ করে এগিয়ে যাবে। সবাই নিজেদের প্রস্তুত রাখবে দায়িত্ব পালনের জন্য।”
নবনির্বাচিত সভাপতি রাউফুল্লাহ খান বলেন, “এই দায়িত্ব আমার জন্য গর্বের হলেও এক বিশাল দায়িত্বও বটে। আমি সংগঠনের উন্নয়নে কাজ করতে চাই এবং সবার সহযোগিতা কামনা করছি যেন আমানতের খেয়ানত না হয়।”