মোঃ মুজাহিদুল ইসলাম, রাজশাহী কলেজ প্রতিনিধিঃ দীর্ঘ ৭ বছর বন্ধ থাকার পর রাজশাহী কলেজের কলা ভবনের সামনে অবস্থিত ভ্রাম্যমাণ লাইব্রেরি অবশেষে পুনরায় চালু হয়েছে। পরিবেশবাদী সংগঠন গ্রীন ভয়েস-এর রাজশাহী কলেজ শাখার উদ্যোগে চালু হওয়া এই লাইব্রেরি শিক্ষার্থীদের মাঝে প্রথম দিনেই ব্যাপক সাড়া ফেলেছে।
সোমবার (১৪ জুলাই) বেলা সাড়ে বারোটার দিকে সংগঠনটির সভাপতি রাবেয়া খাতুনের নেতৃত্বে কলেজ অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী ‘দীপালোক’ নামের এই ভ্রাম্যমাণ লাইব্রেরির উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যক্ষ বলেন, “গ্রীন ভয়েস যে ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছে, তা শিক্ষার্থীদের জন্য মাইলফলক হয়ে থাকবে। একাডেমিক পাঠ্যবইয়ের বাইরেও জ্ঞান অর্জনের পথ খুলে দেবে এই লাইব্রেরি।”
উদ্বোধনী আয়োজনে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. জহিরুল ইসলাম, বাংলা বিভাগের প্রভাষক মো. মোস্তাফিজুর রহমান, সহকারী অধ্যাপক মো. গোলাম কিবরিয়া এবং গ্রীন ভয়েস কলেজ শাখার সাধারণ সম্পাদক মো. আশিক আলীসহ আরও অনেকে।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, ভ্রাম্যমাণ লাইব্রেরিতে বাংলা, ইংরেজি, সাহিত্যসহ বিভিন্ন বিষয়ের বই রাখা হয়েছে। রাজশাহী কলেজের শিক্ষার্থীরা তাদের আইডি কার্ড প্রদর্শন করে প্রয়োজনীয় তথ্য দিয়ে লাইব্রেরি থেকে বই পড়তে এবং ৭ দিনের জন্য বাসায় নিয়ে যাওয়ার সুযোগ পাবেন।
আরও পড়ুনঃ অপরাধ কোনটা? সাংবাদিকতা নাকি হামলা, প্রশ্ন ইবির সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের
লাইব্রেরিটি সপ্তাহে তিন দিন খোলা থাকবে—সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত, বুধবার ও শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত। এছাড়া, বুধবার বিকেলে পাঠচক্র আয়োজন করা হবে বলেও জানানো হয়েছে।
উদ্যোগটির প্রথম দিনেই লাইব্রেরির সামনে শিক্ষার্থীদের ভিড় দেখা যায়। তারা পছন্দের বই হাতে নিয়ে পড়ায় মনোনিবেশ করে, অনেকে বই নিয়ে যাওয়ার আগ্রহও প্রকাশ করে। নতুন প্রজন্মকে পাঠাভ্যাসে উৎসাহিত করতে এই উদ্যোগ একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।