spot_img

― Advertisement ―

spot_img

আবিদের উক্তি নিয়ে ব্যঙ্গ, ক্ষমা চেয়ে ব্যাখা দিলেন পোস্টকারীরা

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ ডাকসুর ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলামের জুলাই আন্দোলনে বলা ‘প্লিজ, কেউ কাউকে ছেড়ে যায়েন না’ অংশটি নিয়ে ব্যঙ্গ করার...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসইবি সাংবাদিক মারধর: তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন, ১০ কার্যদিবসের সময়সীমা

ইবি সাংবাদিক মারধর: তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন, ১০ কার্যদিবসের সময়সীমা

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কর্মরত শিক্ষার্থী সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটিকে আগামী ১০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (১৪ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশ সূত্রে জানা গেছে, গত ১২ জুলাই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে অর্থনীতি বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থী ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত শিক্ষার্থী সাংবাদিকদের মধ্যে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার পরিপ্রেক্ষিতে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ফার্মেসি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মিজানুর রহমান। সদস্য সচিব হিসেবে রয়েছেন সহকারী প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ মিন্নাতুল করিম। বাকি সদস্যরা হলেন—লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. লুৎফর রহমান, দা’ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. কামরুজ্জামান, এবং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. শরিফুল ইসলাম।

কমিটিকে ১০ কার্যদিবসের মধ্যে ঘটনার প্রকৃত কারণ, তথ্য-উপাত্ত ও সুপারিশসহ বিস্তারিত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

আরও পড়ুনঃ রাজশাহীতে মুজিব ভাস্কর্যের স্থানে নির্মিত হচ্ছে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’

কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, “আমি বর্তমানে হিট প্রজেক্টের কাজে ঢাকায় অবস্থান করছি। এখনও চিঠিটি হাতে পাইনি। ১৬ তারিখে ক্যাম্পাসে ফিরে বিষয়টি হাতে নিয়ে দেখব।”

উল্লেখ্য, গত শনিবার (১২ জুলাই) ফুটবল খেলাকে কেন্দ্র করে সাংবাদিকদের মারধরের ঘটনায় ক্যাম্পাসজুড়ে সমালোচনার সৃষ্টি হয়। বিভিন্ন ছাত্র সংগঠন ইতোমধ্যে এর প্রতিবাদ জানিয়েছে এবং দোষীদের শাস্তির দাবি জানিয়েছে।