
তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন বিভাগের জন্য ‘অ্যাডভোকেট তপন বিহারী নাগ ট্রাস্ট’ এককালীন ১০ লক্ষ টাকার অনুদান দিয়েছে। এই অনুদান তফশিলি ব্যাংকে এফডিআর আকারে সংরক্ষিত থাকবে এবং এর থেকে প্রাপ্ত মুনাফার ৮০ শতাংশ স্নাতকে কৃতকার্য আর্থিকভাবে অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি হিসেবে প্রদান করা হবে।
সোমবার (১৪ জুলাই) বিকেল সাড়ে ৩টায় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ তাঁর দপ্তরে এই শিক্ষা সহায়ক চুক্তিনামা এবং চেক গ্রহণ করেন। এসময় তিনি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলমকে অনুদান সংক্রান্ত পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. এমতাজ হোসেন, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. খন্দকার তৌহিদুল আনাম, আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. হালিমা খাতুন, অধ্যাপক ড. নূরুন নাহার, অধ্যাপক ড. রেহেনা পারভীনসহ বিভাগের শিক্ষার্থীরা।
আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. হালিমা খাতুন জানান, কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট তপন বিহারী নাগ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা করতে এই ট্রাস্ট গঠন করেছেন। ইতোমধ্যে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ একাধিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে অনুরূপ শিক্ষা সহায়ক চুক্তি হয়েছে।
আরও পড়ুনঃ ইবি সাংবাদিক মারধর: তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন, ১০ কার্যদিবসের সময়সীমা
তিনি আরও বলেন, “এই ট্রাস্টের অধীনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এখন থেকে উপকৃত হবে। এই উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে মেধা ও অধ্যবসায়ের প্রতি উৎসাহ সৃষ্টি করবে।”
উল্লেখ্য, বৃত্তির জন্য শিক্ষার্থীদের স্নাতক (সম্মান) শ্রেণিতে ন্যূনতম ৩.৫০ সিজিপিএ পেতে হবে এবং আর্থিকভাবে অস্বচ্ছল হতে হবে।