spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসইবি শিক্ষার্থীদের জন্য চীনের তিন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার নতুন দ্বার উন্মোচিত

ইবি শিক্ষার্থীদের জন্য চীনের তিন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার নতুন দ্বার উন্মোচিত

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের জন্য চীনের তিনটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে নতুন দ্বিপাক্ষিক সহযোগিতার মাধ্যমে উচ্চশিক্ষা, গবেষণা ও আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনের নতুন দ্বার উন্মোচিত হয়েছে। শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, কারিকুলাম উন্নয়ন, গবেষণা এবং যৌথ সেমিনার-সিম্পোজিয়াম ও ওয়ার্কশপ আয়োজনের সুযোগ তৈরির লক্ষ্যে এসব উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সোমবার (১৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ চীন সফর শেষে বিশ্ববিদ্যালয়ের ডিন, বিভাগীয় প্রধান এবং কর্মরত সাংবাদিকদের সঙ্গে পৃথক দুটি মতবিনিময় সভায় এ তথ্য তুলে ধরেন। সকাল সাড়ে ১১টায় উপাচার্য কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে এবং বিকেল সাড়ে ৩টায় প্রশাসন ভবনের তৃতীয় তলায় কনফারেন্স রুমে ডিন ও সভাপতিবৃন্দের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

জানা গেছে, গত ৬ থেকে ১১ জুলাই পর্যন্ত বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজের নেতৃত্বে একটি উচ্চশিক্ষা প্রতিনিধি দলের সদস্য হিসেবে চীন সফর করেন উপাচার্য। এসময় হুয়াজং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, উচাং ইউনিভার্সিটি অব টেকনোলজি এবং গুইলিন ইউনিভার্সিটি অব টেকনোলজির সঙ্গে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

মতবিনিময় সভায় উপাচার্য জানান, এই সমঝোতার ফলে দুই দেশের বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষক ও শিক্ষার্থী আদান-প্রদান, একাডেমিক কারিকুলাম উন্নয়ন, নতুন একাডেমিক প্রজেক্টে যৌথ ফান্ডিং সুবিধা, আন্তর্জাতিক সেমিনার, ট্রেনিং আয়োজন, এবং একাডেমি এক্সিলেন্সি অ্যাওয়ার্ড প্রদানের সুযোগ তৈরি হবে।

তিনি আরও বলেন, “আমরা বিশ্ববিদ্যালয়ে চাইনিজ ল্যাঙ্গুয়েজ কোর্স চালু, কনফুসিয়াস ইনস্টিটিউট প্রতিষ্ঠা এবং চীনের বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে টিচার-স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রাম চালুর পরিকল্পনা গ্রহণ করেছি। একইসঙ্গে চীনে স্কলারশিপের সুযোগ সৃষ্টির বিষয়েও কার্যক্রম শুরু করা হবে।”

আরও পড়ুনঃ ইবি আইন বিভাগে অ্যাডভোকেট তপন বিহারী নাগ ট্রাস্টের এককালীন ১০ লক্ষ টাকা অনুদান

মতবিনিময় সভায় উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক, অ্যাফেয়ার্স ডিভিশনের পরিচালক অধ্যাপক ড. নাছির উদ্দিন মিঝি, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, তথ্য, প্রকাশনা ও জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক সাহেদ হাসানসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের সভাপতিবৃন্দ ও বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের এই আন্তর্জাতিক সংযুক্তি ইবির শিক্ষার্থীদের বৈশ্বিক মানের উচ্চশিক্ষায় প্রবেশাধিকার বাড়াবে এবং গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।