spot_img

― Advertisement ―

spot_img

আবিদের বক্তব্য নিয়ে ইবি শিবির কর্মীদের ব্যাঙ্গাত্বক ভিডিও, সমালোচনার ঝড়

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ঢাকসু)'র ভিপি প্রার্থী আবিদুল ইসলামের উক্তি নিয়ে ব্যাঙ্গাত্বকভাবে উপস্থাপনের ভিডিও তৈরির ঘটনা ঘটেছে। ভিডিওটি সামাজিক...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসসবুজের সমারোহে দেশ বাঁচাতে ইবির গ্রীন ভয়েস'র বৃক্ষরোপণ

সবুজের সমারোহে দেশ বাঁচাতে ইবির গ্রীন ভয়েস’র বৃক্ষরোপণ

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ ‘সবুজ বাঁচলে, বাঁচবে দেশ’—এই স্লোগানকে সামনে রেখে বৃক্ষরোপণ কর্মসূচি ও পরিবেশ সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরিবেশবাদী সংগঠন গ্রীন ভয়েস ইবি শাখা।

বৃহস্পতিবার (১৭ জুলাই) এ কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়ার মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা উপহার দেয় সংগঠনটি।

বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিরুল ইসলাম, সহকারী শিক্ষকবৃন্দ, গ্রীন ভয়েস ইবি শাখার সভাপতি ইমতিয়াজ আহাম্মেদ ইমন, সাধারণ সম্পাদক মিলন রানা, সংগঠনের অন্যান্য কার্যনির্বাহী সদস্য, সহযোগী সদস্য এবং অর্ধশতাধিক শিক্ষার্থী।

প্রধান শিক্ষক মহিরুল ইসলাম বলেন, “গ্রীন ভয়েস ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। শিক্ষার্থীদের মাঝে গাছ উপহার এবং পরিবেশ সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়ার মাধ্যমে তারা একটি বড় ভূমিকা পালন করছে। আমাদের প্রত্যেকেরই পরিবেশ নিয়ে সচেতন হওয়া উচিত।”

গ্রীন ভয়েসের সাধারণ সম্পাদক মিলন রানা বলেন, “আমরা চাই শিশুরা গাছকে ভালোবাসুক, পরিবেশকে রক্ষা করতে শিখুক। একটি গাছ শুধু ছায়া দেয় না, দেয় ভবিষ্যতের আশাও। তাই আজকের ছোট চারাগুলোই একদিন হয়ে উঠবে পরিবেশের রক্ষাকবচ।”

আরও পড়ুনঃ গুপ্ত সংগঠন দেশকে অশান্ত করার চেষ্টা করছে: রাজশাহী কলেজ ছাত্রদল আহ্বায়ক

সংগঠনের সভাপতি ইমতিয়াজ আহাম্মেদ ইমন বলেন, “জলবায়ু পরিবর্তন, বন উজাড় ও পরিবেশ দূষণের এই সংকটময় সময়ে একটি গাছ রোপণ করা মানে ভবিষ্যতের জন্য একটি আশার বীজ বপন করা। আজকের শিশুদের মধ্যেই আমরা যদি এই চেতনা গড়ে তুলতে পারি, তবে আগামী প্রজন্ম একটি সবুজ, সুন্দর বাংলাদেশ পাবে। তাই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা আগামী দিনের একটি বৃহৎ পরিবর্তনের সূচনা হতে পারে।”

এভাবেই শিক্ষার্থীদের মাঝে সবুজের গুরুত্ব ছড়িয়ে দিতে এবং পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরিতে গ্রীন ভয়েস ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা নিয়েছে একটি প্রশংসনীয় পদক্ষেপ। তাদের এ উদ্যোগে স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর মাঝে দেখা গেছে ব্যাপক উৎসাহ ও আনন্দ।