spot_img

― Advertisement ―

spot_img

ইবির অফিসিয়াল ফেসবুক পেইজের উদ্বোধন, ভুয়া পেইজে বন্ধে হুঁশিয়ারি

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অফিসিয়াল ফেসবুক পেইজ চালু করা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) দুপুরে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ তার...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসইবি শিক্ষার্থীর মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে শিবিরের টর্চলাইট মিছিল 

ইবি শিক্ষার্থীর মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে শিবিরের টর্চলাইট মিছিল 

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিক্ষার্থীর মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে টর্চলাইট মিছিল করেছে শাখা ছাত্রশিবির। শুক্রবার (১৮ জুলাই) রাত সোয়া ৯টায় ক্যাম্পাসের জিয়া মোড় থেকে মিছিল শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের ছাত্রীহল সংলগ্ন সড়ক ঘুরে প্রধান ফটকের সামনে সমাবেশে মিলিত হয়। এসময় নিরাপদ ক্যাম্পাস, শতভাগ আবাসিকতা, পুরো ক্যাম্পাস সিসিটিভির আওতায় আনাসহ ইকসু গঠনে জোর দাবি জানান তারা।

মিছিলে তারা ‘আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব চাই’, ‘পুকুরেতে লাশ কেন, প্রশাসন জবাব চাই’, ‘সাজিদ হত্যার তদন্ত, করতে হবে করতে হবে’, ‘আর কত পড়লে লাশ, প্রশাসনের হবে লাজ’, ‘ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত কর, করতে হবে’, ‘লাশ নিয়ে রাজনীতি, চলবে না চলবে না’, ‘প্রশাসনের তালবাহানা, চলবে না চলবে না’, ‘শিবিরের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘দিয়েছি তো রক্ত, আরো দিবো রক্ত’, ‘শতভাগ আবাসন, নিশ্চিত করো করতে হবে’ ইত্যাদি স্লোগান দেয়।

মিছিলে সংগঠনটির সভাপতি মাহমুদুল হাসান, অফিস সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি, প্রচার সম্পাদক সৈয়দ আবসার নবী হামযা, আন্তর্জাতিক ও স্কিল ডেভেলপমেন্ট সম্পাদক হাসানুল বান্না অলি সহ কয়েকশ’ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর মৃত্যুতে আমরা সবাই মর্মাহত ও শোকাহত। আমরা আমাদের ভাই সাজিদ আব্দুল্লাহকে হারিয়েছি। আমরা সাজিদ আব্দুল্লাহকে কেন হারালাম তার সুষ্ঠু তদন্তের জন্য আজকে এখানে দাঁড়িয়েছি। এটাকে নিয়ে প্রশাসন অবহেলা করতে পারবে না। এটাকে নিয়ে রাজনৈতিক আশ্রয় নেওয়া যাবে না। যদি প্রশাসন নির্দিষ্ট সময়ের মধ্যে তার মৃত্যুর সুষ্ঠু তদন্ত করতে ব্যর্থ হয় তাহলে পুরো প্রশাসনকে অচল করে দেওয়া হবে। 

আরও পড়ুনঃ কুয়াকাটায় নিখোঁজের দুই দিন পর জেলের পচনধরা মরদেহ উদ্ধার

এছাড়া তিনি বলেন, স্বাধীনতার পর প্রতিষ্ঠিত প্রথম বিশ্ববিদ্যালয় হলেও এখনো পুরো ক্যাম্পাসকে সিসি ক্যামেরার আওতায় আনতে পারে নাই। এর পিছনের উদ্দেশ্য কি প্রশাসনকে জবাব দিতে হবে। বিশ্ববিদ্যালয়ে

বিভিন্ন স্থানে লাইটিং করা হয় নাই, এর পিছনে প্রশাসনের উদ্দেশ্য কি তা ব্যাখ্যা করতে হবে। যদি আপনাদের টাকা না থাকে আমাদেরকে বলুন ভিক্ষা দিয়ে প্রশাসনকে সহযোগিতা করব। 

তিনি বলেন, প্রশাসনকে স্মরণ করিয়ে দিতে চাই শিক্ষার্থীদের রক্তের উপর দিয়ে আপনারা ক্ষমতায় বসেছেন। আপনারা শিক্ষার্থীদের সুবিধা ও অসুবিধাগুলো ঠিকমতো শুনছেন না। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সকল দাবি মেনে নেওয়া না হয়, শিক্ষার্থীদেরকে নিয়ে এমন এক আন্দোলন গড়ে তোলা হবে এ প্রশাসনকে টিকতে দেওয়া হবে না।