spot_img

― Advertisement ―

spot_img

রাজশাহীতে জিপিএ-৫ প্রাপ্ত ৫৫০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল ছাত্রশিবির

মোঃ মুজাহিদুল ইসলাম, রাজশাহী কলেজ প্রতিনিধিঃ “তোমরা হবে স্বপ্নে রাঙা সূর্যোদয়, লক্ষ আশার শপথ বুকে দীপ্তি ছড়াও বিশ্বময়”—এ অঙ্গীকারকে ধারণ করে রাজশাহী মহানগর ছাত্রশিবিরের...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসজুলাই আন্দোলনের শহীদদের স্মরণে রাজশাহী কলেজ ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল

জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে রাজশাহী কলেজ ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল

মোঃ মুজাহিদুল ইসলাম, রাজশাহী কলেজ প্রতিনিধিঃ জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে নিহত শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় রাজশাহী কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ জুলাই) বাদ যোহর রাজশাহী কলেজ কেন্দ্রীয় মসজিদে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় দোয়া ও মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবির। উপস্থিত ছিলেন কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব আমিনুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক রাশিকুজ্জামান প্রীতম, ছাত্রনেতা জাহিদ হাসান, রুহুল আমিন, জুবায়ের রশিদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ যারা ভোট চান না, তাদের রাজনৈতিক দল করার দরকার কী? বলেন আমীর খসরু

মিলাদ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবির বলেন, “গণ-অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তারা দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে চূড়ান্ত ত্যাগ স্বীকার করেছেন। আমরা তাদের আত্মত্যাগ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি এবং তাদের রূহের মাগফিরাত কামনা করছি। পাশাপাশি আহত সকল জুলাই যোদ্ধার দ্রুত আরোগ্য লাভের দোয়া করছি।”

তিনি আরও বলেন, “ছাত্রদল সবসময় শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাস করে এবং শহীদদের স্বপ্ন বাস্তবায়নে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে।”