
মোঃ আব্দুল আলিম, রাজশাহী প্রতিনিধিঃ তিন দফা দাবির প্রেক্ষিতে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো) ভবন ঘেরাও করে বিক্ষোভ করেছেন।
রোববার (২০ জুলাই) সকাল ১১টা থেকে নেসকোর প্রধান কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে সরাসরি পরীক্ষার মাধ্যমে নিয়োগ দিতে হবে। পাশাপাশি সাব-এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে বিদ্যমান ডিপ্লোমা কোটা বাতিল করে সকল প্রকৌশল শিক্ষার্থীর জন্য পদটি উন্মুক্ত করতে হবে। এছাড়াও, নেসকোতে অযোগ্য ব্যক্তিদের ৩০ শতাংশের বেশি প্রমোশনের অভিযোগ এনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তারা।
সকালের পর থেকে “ বৈষম্যের বিরুদ্ধে লড়াই হবে একসাথে, সিন্ডিকেটের কালো হাত ভেঙ্গে দাও গুড়িয়ে দাও, কোটা প্রথা নিপাত যাক ”— এ রকম নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে নেসকো ভবনের সামনের সড়ক।
আরও পড়ুনঃ তিতুমীর কলেজকে সেন্ট্রাল ইউনিভার্সিটিতে অন্তর্ভুক্তির প্রস্তাবের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ
প্রায় আড়াই ঘণ্টাব্যাপী চলা এই অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে তাদের দাবির পক্ষে অবস্থান নেন। দুপুর দেড়টার দিকে নেসকো কর্তৃপক্ষ শিক্ষার্থীদের জানায়, তাদের তিন দফা দাবি বোর্ড মিটিংয়ে উত্থাপন করা হবে। এই আশ্বাস পেয়ে শিক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করেন।
নেসকোর নির্বাহী পরিচালক (প্রশাসন ও মানব সম্পদ উন্নয়ন) মো. সাইফুর রহমান বলেন, আমি আজকে রংপুর এসেছি। আমি স্পটে ছিলাম না। যতটুকু জানি, রুয়েটের ছেলেরা এসেছিলেন। আমাদের চাকরির ডিপ্লোমার একটি কোটা আছে। তারা সেটি পরিবর্তন করতে চান। আমাদের এখন কোনো সার্কুলার নেই। এটি নিয়ে তারা আমাদের সঙ্গে কথাও বলেছেন। আমরা কর্তৃপক্ষকে বিষয়টি জানাবো। তারা যদি পরিবর্তন করতে চায় আমার করে দেবে।