
ডালিয়া হালদার, ববি প্রতিনিধিঃ বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (বাকসু) নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের মতামত জানতে অনুষ্ঠিত হচ্ছে গণভোট।
মঙ্গলবার (২২ জুলাই) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ এর নিচতলায় গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, ববি শাখার আয়োজনে এই ভোটগ্রহণ শুরু হয়। কর্মসূচি চলবে প্রতিদিন বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত, যা আগামী ২৪ জুলাই পর্যন্ত চলবে।
ভোটকেন্দ্রে শিক্ষার্থীরা নির্ধারিত বুথে গিয়ে বাকসু নির্বাচন বিষয়ে নিজেদের মতামত ব্যক্ত করছেন। আয়োজকদের পক্ষ থেকে গণভোটের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিতে একটি নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। কমিশনের দায়িত্বে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা—তানজিদ শাহ জালাল ইমন, মেহরাব হোসেন, মো. ইয়ারুল আমিন ও মো. সাবির মাহমুদ।
গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সংগঠক শুজয় শুভ বলেন, “বিশ্ববিদ্যালয় পরিচালনায় শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে ছাত্র সংসদ নির্বাচন অপরিহার্য। এতে প্রতিনিধিত্বশীল নেতৃত্ব গড়ে উঠবে এবং প্রশাসনিক সিদ্ধান্তে শিক্ষার্থীদের মতামত প্রতিফলিত হবে। দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে দ্রুত সময়ের মধ্যে ছাত্র সংসদ গঠনের উদ্যোগ নেওয়া এখন সময়ের দাবি।”
আরও পড়ুনঃ মাইলস্টোন দুর্ঘটনায় নিহতদের স্মরণে ইবিতে গায়েবানা জানাজা ও শোক কর্মসূচি
তিনি আরও বলেন, “আগামী বাংলাদেশ কেমন হবে, তা নির্ধারিত হয় বিশ্ববিদ্যালয়গুলোর ভেতরকার গণতান্ত্রিক চর্চা থেকে। তাই একটি গণতান্ত্রিক ভবিষ্যৎ গড়তে হলে এখনই ছাত্র সংসদ নির্বাচনকে বাধ্যতামূলক করতে হবে। এই গণভোট সেই দাবিরই বহিঃপ্রকাশ।”
গণভোটে অংশ নেওয়া শিক্ষার্থী মেহেতাব হাসান বলেন, “ছাত্র সংসদ নির্বাচন হলে আমরা গণতান্ত্রিকভাবে নিজেদের প্রতিনিধি নির্বাচন করতে পারি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমাদের কথা তখন আরও জোরালোভাবে পৌঁছে দেওয়া সম্ভব হয়। এই উদ্যোগ নিশ্চয়ই প্রশাসনের নজরে আসবে এবং সামনে কার্যকর ছাত্র সংসদ গঠনের পথ প্রশস্ত করবে।”
শিক্ষার্থীদের এমন সক্রিয় অংশগ্রহণে ক্যাম্পাসে ফিরে এসেছে গণতন্ত্র চর্চার এক চেনা আবহ। এখন দেখার বিষয়, প্রশাসন এ দাবির প্রতি কতটা সাড়া দেয়।