
মোঃ মুজাহিদুল ইসলাম, রাজশাহী কলেজ প্রতিনিধিঃ রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় রাজশাহী কলেজে ছাত্রশিবিরের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় এই আয়োজন করা হয়।
মঙ্গলবার (২২ জুলাই) বাদ মাগরিব রাজশাহী কলেজের কেন্দ্রীয় মসজিদে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান মাসুম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী এবং প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সভাপতি শামীম উদ্দিন। দোয়া পরিচালনা করেন উলামা মশায়েখ পরিষদের সভাপতি মাওলানা রুহুল আমিন। সঞ্চালনার দায়িত্বে ছিলেন কলেজ শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মো: মোশাররফ হোসেন মাহদী।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের সামরিক খাতের নিরাপত্তা ও সক্ষমতা বাড়াতে যুগোপযোগী উদ্যোগ গ্রহণ জরুরি হয়ে পড়েছে। বহু পুরোনো যুদ্ধবিমান দিয়ে প্রশিক্ষণ চালানো শুধু নিরাপত্তার জন্য নয়, বরং পাইলটদের জীবন ঝুঁকির মুখে ঠেলে দেয়। সাম্প্রতিক এই দুর্ঘটনা তারই প্রমাণ। বক্তারা আরও বলেন, আধুনিক যুদ্ধশক্তির যুগে এসে এখনো পুরনো ও ঝুঁকিপূর্ণ বিমানে প্রশিক্ষণ দেওয়া অত্যন্ত দুঃখজনক।
আরও পড়ুনঃ ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ববিতে গণভোট, ছাত্রদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ
তারা বলেন, একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রে সাধারণ মানুষের জীবন সুরক্ষায় রাষ্ট্রযন্ত্রের আরও মানবিক এবং দায়িত্বশীল ভূমিকা থাকা উচিত। একইসঙ্গে দেশবাসীকে সকল প্রতিকূলতা ও দুর্যোগে সচেতন থেকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।
উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) দুপুরে বিমান বাহিনীর একটি এফ-৭ বিজেআই মডেলের প্রশিক্ষণ যুদ্ধবিমান উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় বিমানের পাইলটসহ অসংখ্য শিক্ষার্থী প্রাণ হারান এবং আহত হন বহু মানুষ। ঘটনাটি সারাদেশে গভীর শোক ও উদ্বেগের জন্ম দেয়।