ইকরাম হাছান, তিতুমীর কলেজ প্রতিনিধিঃ রাজধানীর ভয়াবহ মাইলস্টোন ট্রাজেডিতে প্রাণ হারানো শিক্ষিকা মাহরীন চৌধুরীসহ নিহত ও আহত সকল শিক্ষার্থীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে সরকারি তিতুমীর কলেজ ছাত্রশিবির।
দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয় কলেজ ক্যাম্পাস মসজিদে। এতে ছাত্রশিবিরের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মুসল্লি ও শিক্ষার্থীরাও অংশ নেন। মাহফিলে নিহতদের রুহের মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত আরোগ্য লাভের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
উপস্থিত ছাত্রনেতারা মর্মান্তিক এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও দায়িত্বশীল ও সচেতন হওয়ার আহ্বান জানান।
আরও পড়ুনঃ মাউশির বিদ্যোৎসাহী সদস্য মনোনীত হলেন ড. ফুয়াদ হোসেন
উল্লেখ্য, সম্প্রতি রাজধানীর প্রগতি সরণিতে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিধ্বস্ত হয়। এই ভয়াবহ দুর্ঘটনায় এখন পর্যন্ত ২০ জনের অধিক শিক্ষার্থী নিহত এবং শতাধিক আহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন তিতুমীর কলেজের ইংরেজি বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ও সাহসী শিক্ষিকা মাহরীন চৌধুরী। তিনি একাই ২০ জন শিক্ষার্থীকে উদ্ধার করেন এবং শেষ পর্যন্ত নিজের জীবন উৎসর্গ করেন।
এই ঘটনার রেশ কাটেনি এখনও। পুরো জাতি আজও এ শোক বুকে ধারণ করছে। নিহতদের আত্মত্যাগ স্মরণে বিভিন্ন স্থানে দোয়া মাহফিল ও শোকসভা চলছে।