spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসরাজশাহী কলেজ আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন

রাজশাহী কলেজ আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন

মোঃ মুজাহিদুল ইসলাম, রাজশাহী কলেজ প্রতিনিধিঃ রাজশাহী কলেজে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা। শনিবার (২৬ জুলাই) সকাল ১০টায় কলেজের কেন্দ্রীয় মাঠে এক বর্ণাঢ্য আয়োজনে কলেজ অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন।

উদ্বোধনী বক্তব্যে অধ্যক্ষ বলেন, “এই প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের খেলাধুলার চর্চা যেমন বাড়বে, তেমনি পরস্পরের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কও গড়ে উঠবে। অংশগ্রহণকারী প্রত্যেক খেলোয়াড়ের কাছে আমি খেলোয়াড়সুলভ আচরণ প্রত্যাশা করি। খেলার মধ্যে যেন কোনো ধরনের হিংসা, রাগ বা বিশৃঙ্খলা না ঘটে—সেদিকে সকলকে খেয়াল রাখতে হবে। খেলাকে শুধু জয়-পরাজয়ের নিরিখে না দেখে একটি সম্মানজনক ও শৃঙ্খলাবদ্ধ প্রতিযোগিতা হিসেবেই দেখতে হবে।”

এ সময় উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইব্রাহিম আলী, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. মোঃ সেরাজ উদ্দীন, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী।

উদ্বোধনী দিনে চারটি উত্তেজনাপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম ম্যাচে মুখোমুখি হয় উদ্ভিদবিজ্ঞান বিভাগ ও অর্থনীতি বিভাগ। দ্বিতীয় খেলায় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ লড়াই করে ভুগোল ও পরিবেশ বিভাগের সঙ্গে। তৃতীয় ম্যাচে মাঠে নামে ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগ বনাম পদার্থবিজ্ঞান বিভাগ এবং দিনের শেষ খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে মার্কেটিং বিভাগ ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগ।

আরও পড়ুনঃ মুজিববাদের অপতৎপরতার বিরুদ্ধে ইবিতে বিক্ষোভ

এবারের প্রতিযোগিতায় অংশ নিচ্ছে মোট ২৪টি বিভাগের ফুটবল দল। গ্রুপ-এ ও গ্রুপ-বি এই দুটি ভাগে বিভক্ত হয়ে দলগুলো ১২টি করে গ্রুপে অংশ নেবে। প্রতিটি গ্রুপ থেকে পর্যায়ক্রমে বিজয়ীরা পরবর্তী ধাপে উত্তীর্ণ হবে এবং চূড়ান্ত পর্বে পৌঁছাবে।

রাজশাহী কলেজ ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশে শুরু হওয়া এই টুর্নামেন্ট ঘিরে শিক্ষার্থীদের মাঝে চরম উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। শিক্ষার্থীরা মনে করছেন, এমন আয়োজন তাদের একাডেমিক চাপের বাইরে একটি আনন্দময় ও নির্মল সময় উপহার দেবে, পাশাপাশি শরীরচর্চা ও দলগত চর্চারও সুযোগ সৃষ্টি করবে।