
মোঃ মুজাহিদুল ইসলাম, রাজশাহী কলেজ প্রতিনিধিঃ বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপনের প্রতিবাদে রাজশাহী কলেজের সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ জুলাই) বেলা ১২টার দিকে কলেজ প্রশাসন ভবনের সামনে আয়োজিত এই কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন— জাতিসংঘ মানবাধিকার কমিশনের কার্যক্রম ইসলামী মূল্যবোধ পরিপন্থী এবং এটি সমকামিতা প্রতিষ্ঠার অপচেষ্টার অংশ।
বক্তারা বলেন, “জাতিসংঘ মানবাধিকার কমিশন নাম দিলেও এর প্রকৃত লক্ষ্য মুসলিম মূল্যবোধকে ধ্বংস করে পশ্চিমা ইহুদি-খ্রিষ্টান আধিপত্য প্রতিষ্ঠা করা। বাংলাদেশ মুসলিম প্রধান দেশ। এখানে এই ধরনের ‘নাপাক’ কমিশনের কার্যক্রম বরদাশত করা হবে না।”
তারা দাবি করেন, “এই জমিনে শহীদ তিতুমীর, হাজী শরিয়ত উল্লাহ, শাহ মখদুমের মতো ইসলামী নেতারা লড়াই করেছেন— সেখানে এমন মানবাধিকার কমিশনের জায়গা হতে পারে না।”
প্রতিবাদকারীরা আরও বলেন, “জাতিসংঘের মানবাধিকার কমিশন ফিলিস্তিন, সিরিয়া, কাশ্মীরসহ মুসলিম নির্যাতনের প্রশ্নে বারবার ব্যর্থতার পরিচয় দিয়েছে। অথচ যখন অমুসলিমদের ওপর হামলার খবর আসে, তখন তারা অতিমাত্রায় সক্রিয় হয়ে পড়ে। এই দ্বৈত নীতির কারণে আমরা এই সংস্থার কার্যক্রমকে মুসলিম রাষ্ট্রে সহ্য করতে পারি না।”
আরও পড়ুনঃ রাজশাহী কলেজ আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন
কর্মসূচিতে অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করে বক্তারা বলেন, “আমরা সরকারের কাছে আহ্বান জানাচ্ছি— যেন এই মানবাধিকার কমিশনের কার্যক্রম স্থগিত করা হয়। তা না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের পথে যেতে হবে।”
এ কর্মসূচিতে রাজশাহী কলেজের অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আব্দুল আল মারুফ, ব্যবস্থাপনা বিভাগের মাহমুদ হাসান, অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী তানিমসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বক্তৃতা শেষে একটি বিক্ষোভ মিছিল কলেজের প্রধান প্রধান পয়েন্ট প্রদক্ষিণ করে কর্মসূচি শেষ হয়।
শিক্ষার্থীরা দাবি করেছেন, ঈমানি দায়িত্ব ও জাতীয় স্বার্থেই তারা এই প্রতিবাদে নেমেছেন এবং জাতির প্রত্যেক সচেতন নাগরিককেও এই বিষয়ে সোচ্চার হওয়ার আহ্বান জানান।