spot_img

― Advertisement ―

spot_img

জাকসু নির্বাচন বর্জন, পুনঃনির্বাচনের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেল। পাশাপাশি পুনরায় নির্বাচনের দাবিতে...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসজুলাই গণঅভ্যুত্থানে আহত ববি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

জুলাই গণঅভ্যুত্থানে আহত ববি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

ডালিয়া হালদার, ববি প্রতিনিধিঃ জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে মাসব্যাপী আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) আহত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান আয়োজিত হয়েছে।

সোমবার (২৮ জুলাই) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা অডিটোরিয়ামে এ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম। স্বাগত বক্তব্য দেন আয়োজক কমিটির আহ্বায়ক এবং মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফেরদৌসী জামান তনু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অ.দা) অধ্যাপক ড. মোঃ মুহসিন উদ্দিন, জীববিজ্ঞান অনুষদের ডিন ড. হাফিজ আশরাফুল হক এবং সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান আবু জিহাদ।

অনুষ্ঠানে জুলাই আন্দোলনের প্রত্যক্ষ অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাঁদের অভিজ্ঞতা ও আন্দোলনের স্মৃতি তুলে ধরেন। বক্তব্য রাখেন রসায়ন বিভাগের মোঃ আরিফ, মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের হাসনাত আবুল আলা, আইন বিভাগের সিরাজুল ইসলাম, ইংরেজি বিভাগের সুমাইয়া খাতুন এবং গণিত বিভাগের ফরহাদ হোসেন।

আরও পড়ুনঃ ইবিতে সাজিদের স্মৃতিতে ‘জাস্টিস ফর সাজিদ’ অ্যালবাম প্রদর্শনী 

স্মৃতিচারণ শেষে উপাচার্য ও অতিথিবৃন্দ জুলাই আন্দোলনে আহত ৫১ জন শিক্ষার্থীর হাতে আনুষ্ঠানিকভাবে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানে প্রাণরসায়ন ও জীবপ্রযুক্তি বিভাগের শিক্ষার্থী নওরীন শামীমা সঞ্চালনার দায়িত্ব পালন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এই আয়োজনের মধ্য দিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও ত্যাগকে শ্রদ্ধাভরে স্মরণ করেছে এবং আন্দোলনে আহত শিক্ষার্থীদের সম্মান জানিয়ে তাদের সাহস ও ভূমিকার স্বীকৃতি প্রদান করেছে।