spot_img

― Advertisement ―

spot_img

রাজশাহীতে জিপিএ-৫ প্রাপ্ত ৫৫০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল ছাত্রশিবির

মোঃ মুজাহিদুল ইসলাম, রাজশাহী কলেজ প্রতিনিধিঃ “তোমরা হবে স্বপ্নে রাঙা সূর্যোদয়, লক্ষ আশার শপথ বুকে দীপ্তি ছড়াও বিশ্বময়”—এ অঙ্গীকারকে ধারণ করে রাজশাহী মহানগর ছাত্রশিবিরের...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসরাজশাহী কলেজ প্রেজেন্টেশন ক্লাবের দ্বিতীয় প্রেজেন্টেশন অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন

রাজশাহী কলেজ প্রেজেন্টেশন ক্লাবের দ্বিতীয় প্রেজেন্টেশন অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন

মোঃ মুজাহিদুল ইসলাম, রাজশাহী কলেজ প্রতিনিধিঃ রাজশাহী কলেজ প্রেজেন্টেশন ক্লাবের আয়োজনে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হলো প্রেজেন্টেশন প্রোগ্রাম।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেল ৩টায় কলেজের হাজী মোহাম্মদ মোহসিন ভবনের ১৭ নম্বর গ্যালারি রুমে এ আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান ও ক্লাবটির উপদেষ্টা প্রফেসর ড. হাসনা আরা বেগম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহিম আলী।

প্রধান অতিথির বক্তব্যে কলেজ অধ্যক্ষ বলেন, “এই ক্লাবটি শিক্ষার্থীদের জন্য অত্যন্ত সময়োপযোগী। প্রেজেন্টেশন দক্ষতা ও পাওয়ার পয়েন্ট ব্যবহারের মাধ্যমে তারা যে প্রযুক্তিনির্ভর জ্ঞান অর্জন করছে, তা তাদের ভবিষ্যৎ জীবনে অত্যন্ত সহায়ক হবে।”

বিশেষ অতিথির বক্তব্যে উপাধ্যক্ষ বলেন, “প্রেজেন্টেশন হচ্ছে পাবলিক স্পিকিং শেখার কার্যকর উপায়। এটি শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও প্রকাশভঙ্গির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমি এই উদ্যোগকে আন্তরিকভাবে সাধুবাদ জানাই।”

আরও পড়ুনঃ শহীদ ওয়াসিম আকরাম গণঅভ্যুত্থানের ইতিহাস লিখে গেছেন নিজের রক্ত দিয়ে: ডা. শাহাদাত

সভাপতির বক্তব্যে ড. হাসনা আরা বেগম বলেন, “প্রেজেন্টেশন ক্লাবের সদস্যরা অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে। আজকের আয়োজনে অংশগ্রহণকারী সকল গ্রুপের উপস্থাপনা অত্যন্ত প্রশংসনীয় ছিল। আমি বিশ্বাস করি, ভবিষ্যতে এই উদ্যোগ আরও ব্যাপক পরিসরে ছড়িয়ে পড়বে এবং শিক্ষার্থীদের দক্ষতা অর্জনের পথ আরও সুগম হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক সুব্রত কুমার পাল, সংগঠনের সভাপতি মো. সোহরাব সরকার, সাধারণ সম্পাদক সাম্মি নমিতা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. নাহিদুর রহমান।

চারটি গ্রুপের অংশগ্রহণে আয়োজিত এই প্রেজেন্টেশন অনুষ্ঠানে শিক্ষার্থীরা বিভিন্ন বিষয় নিয়ে চমৎকার উপস্থাপনা উপহার দেন। প্রেজেন্টেশন ক্লাবের এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের যোগাযোগ দক্ষতা ও আত্মপ্রকাশের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব রাখছে বলে সকলেই অভিমত দেন।