
ফারজানা আক্তার, বেরোবি প্রতিনিধিঃ শিক্ষা ও জ্ঞানের কেন্দ্রস্থল হওয়া সত্ত্বেও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) পরিবেশে দেখা যাচ্ছে চরম অব্যবস্থাপনা ও অস্বাস্থ্যকর অবস্থা। যেখানে বিশ্ববিদ্যালয় পরিবেশ হওয়া উচিত পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল, সেখানে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ময়লার স্তূপ শিক্ষার্থীদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে।
সরেজমিনে ঘুরে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের পশ্চিম পাশ এবং ক্যাফেটেরিয়ার দক্ষিণ পাশের এলাকা, যা দেবদারু রোড নামে পরিচিত, সেখানে ময়লার স্তুপ জমে আছে দীর্ঘদিন ধরে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো—এই এলাকাগুলো শিক্ষার্থীদের দৈনন্দিন কার্যক্রমের সাথে সরাসরি সম্পৃক্ত। ক্যাফেটেরিয়ায় খেতে বসলে আশপাশ থেকে ভেসে আসে পচা গন্ধ, যা শিক্ষার্থীদের জন্য ভীষণ অস্বস্তিকর।
ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী সানোয়ার হোসেন অভি বলেন, “যেখানে-সেখানে ময়লা ফেলায় হাঁটাচলায় সমস্যা হয়, পরিবেশও দুষিত হয়। এটি ক্যাম্পাসের সৌন্দর্যকেও নষ্ট করছে। দ্রুতই কর্তৃপক্ষের এ বিষয়ে ব্যবস্থা নেওয়া উচিত।”
আরও পড়ুনঃ ইবিতে জুলাই বিপ্লবের বর্ষপূর্তিতে প্রতিযোগিতায় বিজয়ীদের তালিকা প্রকাশ
বাংলা বিভাগের শিক্ষার্থী সুবর্ণা আক্তার বলেন, “বিশ্ববিদ্যালয়ের আশপাশে পড়ে থাকা ময়লা পরিবেশ দূষণ করছে, এর দুর্গন্ধ মানুষকে অস্বস্তিতে ফেলছে। প্রশাসনের উচিত দুই ধরণের ডাস্টবিন (পচনশীল ও অপচনশীল বর্জ্যের জন্য আলাদা) স্থাপন করা। এতে করে পরিবেশ পরিচ্ছন্ন থাকবে এবং সুশৃঙ্খল বর্জ্য ব্যবস্থাপনাও নিশ্চিত হবে।”
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ও পরিচ্ছন্নতা শাখার উপ-রেজিস্ট্রার লোকমান হাকিম জানান, “মেডিকেল সেন্টারের পাশে একটি স্থায়ী ডাস্টবিন দেওয়ার পরিকল্পনা আছে। সিটি কর্পোরেশনের গাড়ি এসে এসব জমা ময়লা সরিয়ে নেয়। সেজন্যই কিছু জায়গায় আবর্জনা জমা করা হয়।”
শিক্ষার্থীরা বলছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত ক্যাম্পাসজুড়ে একটি নিরবচ্ছিন্ন পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা। কেননা একটি পরিচ্ছন্ন ও সুস্থ ক্যাম্পাস শুধু শিক্ষার্থীদের স্বাস্থ্য রক্ষায়ই নয়, বরং বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ও শিক্ষার পরিবেশ বজায় রাখতেও মুখ্য ভূমিকা রাখে।