গবি প্রতিনিধিঃ
জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন র্যাংকিং প্রতিষ্ঠানের জরিপে ক্রমাগত উন্নতি সাভারের করছে গণ বিশ্ববিদ্যালয়।
আন্তর্জাতিক গবেষক ও বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিং প্রকাশক সংস্থা ‘আলপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স’ সম্প্রতি বিশ্বসেরা বিশ্ব বিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছে, যেখানে দেশের র্যাংকিং এ গণ বিশ্ববিদ্যালয় ৪৩তম অবস্থানে উঠে এসেছে আর শুধুমাত্র ৯৩ টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের হিসাবে ১৭তম অবস্থানে রয়েছে এ প্রতিষ্ঠানটি। সম্প্রতি প্রকাশিত ২০২৪ সংস্করণে এ তথ্য জানানো হয়েছে।
তালিকায় প্রথম স্থানে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। এছাড়া শীর্ষ দশে আছে নর্থ সাউথ, রাবি, জাবি, ঢাবি, বাকৃবি, বশেমুরকৃবি, খুবি, মাভাবিপ্রবি ও শাবিপ্রবি।
অপরদিকে গত ফেব্রুয়ারিতে অপর এক প্রতিষ্ঠান এডু র্যাংক কতৃক প্রকাশিত তালিকায় গণ বিশ্ববিদ্যালয়ের অবস্থান ছিলো ৫৮ তম। এডু র্যাংক দেশের সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট ১৫৬টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৩ টি মানদণ্ড এর উপর ভিত্তি করে এই র্যাংকিং প্রকাশ করে যা হলো রিসার্চ আউটপুট, নন-একাডেমিক রেপুটেশন ও এল্যামনাইদের ইম্প্যাক্ট।
আরও পড়ুনঃ গণ বিশ্ববিদ্যালয়ে ডাঃ জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুবার্ষিকীর নানা কর্মসূচি
এছাড়াও এডি সায়েন্টিফিক ইনডেক্সে প্রকাশিত রিপোর্ট গণ বিশ্ববিদ্যালয়ের সংযুক্তিতে প্রকাশিত গবেষণা প্রবন্ধের এইচ ইনডেক্স এর ভিত্তিতে করা হয়েছে।
এডি প্রকাশিত রিপোর্ট পর্যালোচনা করে দেখা যায় সর্বশেষ পাঁচ বছরের হিসেব আমলে নিলে গণ বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৩৮ তম।
এ প্রসঙ্গে গণ বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর মাল্টিডিসিপ্লিনারি রিসার্চ এর পরিচালক ডাঃ মোঃ তারিকুল ইসলাম বলেন, গবেষণার উপর আরও জোর দিতে হবে। আমাদের যে গবেষণার বাজেট আসে এইটা শেষ করার মত ভালো প্রোটোকল আসবে আশা করি। গবেষণার মান বাড়াতে পারলে ভালো জার্নালে আমাদের পেপার গুলো আসবে তখন বিশ্ববিদ্যালয়ের অবস্থান আরও ভালো হবে। আশা করবো আমাদের তরুন শিক্ষকরা গবেষণায় আরও বেশি সময় দিবে।
উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবুল হোসেন বলেন, ‘আমাদের লক্ষ্য বিশ্ববিদ্যালয়ের র্যাংকিং ১০ এর ভিতরে আনা। কিছু ভাল প্রফেসর নিয়োগ দিয়েছি। বিশ্ববিদ্যালয় র্যাংকিং ভালো করতে হলে শিক্ষার মান বাড়াতে হবে। সে লক্ষ্যে আমরা ভলো শিক্ষক নিয়োগের জন্য পিএইচডির দিকে জোড় দিচ্ছি।’
তিনি আরও বলেন, ‘কনভোকেশনের জন্য সব কিছু রেডি করে পাঠানো হয়েছে। ডেট দিলে আমরা কনভোকেশন সম্পন্ন করবো। এই বিষয় গুলো আমাদের শিক্ষার্থীদের বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে রাখবে। যা র্যাংকিংয়ে আগাতে সাহায্য করবে।’
উল্লখ্য, গত বছর স্পেনের মাদ্রিদভিত্তিক শিক্ষা এবং গবেষণা প্রতিষ্ঠান ওয়েবমেট্রিক্স-এর র্যাঙ্কিংয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ২০২২ সালে ৭৮ তম অবস্থানে ছিল গণ বিশ্ববিদ্যালয়।