ফারজানা আক্তার, বেরোবি প্রতিনিধি: জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক ভর্তি নিশ্চিত করা শিক্ষার্থীদের জন্য বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে (বেরোবি) চূড়ান্ত ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল শনিবার (৩ আগস্ট)। এই কার্যক্রম চলবে ৭ আগস্ট ২০২৫ পর্যন্ত।
বৃহস্পতিবার (১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অনুমোদনে জিএসটি গুচ্ছভুক্ত ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির সদস্য সচিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মনোনীত শিক্ষার্থীদের কেন্দ্রীয় ভর্তি ফিসের অবশিষ্ট অংশ পরিশোধ করতে হবে এবং পে-স্লিপ ডাউনলোড করে সংশ্লিষ্ট বিভাগের কাছে বিভাগভিত্তিক ভর্তি ফি ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
আরও পড়ুনঃ ড্যাব শুধু চিকিৎসক সংগঠন নয়, আদর্শিক লড়াইয়ের ঘাঁটি: মেয়র ডা. শাহাদাত
যেসব শিক্ষার্থীর মূল নম্বরপত্র এই বিশ্ববিদ্যালয়ে জমা নেই কিন্তু গুচ্ছভুক্ত অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে জমা রয়েছে, তাদের আগামী ৭ আগস্টের মধ্যে নিজ দায়িত্বে মূল নম্বরপত্র উত্তোলন করে বেরোবির সংশ্লিষ্ট বিভাগে জমা দিতে বলা হয়েছে। সেইসঙ্গে অবশিষ্ট ভর্তি ফিসও পরিশোধ করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নির্ধারিত সময়সীমার মধ্যে চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া সম্পন্ন না করলে তাদের ভর্তি বাতিল বলে গণ্য করা হবে।