
ওমর ফারুক জিলন, জবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা সম্পূরক বৃত্তি প্রদান ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) গঠনের দাবিতে উপাচার্য কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন।
সোমবার (৪ আগস্ট) দুপুর ১২টা থেকে শিক্ষার্থীরা দুই দফা দাবিতে শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি শুরু করেন।
তাদের দাবিগুলো হলো: প্রথমত, চলতি সপ্তাহের মধ্যেই বিশেষ সিন্ডিকেট সভার মাধ্যমে জকসুর নীতিমালা চূড়ান্ত করে তা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাতে হবে; দ্বিতীয়ত, বিশ্ববিদ্যালয়ের অর্থবিভাগের সঙ্গে আলোচনার ভিত্তিতে নির্দিষ্ট করে ঘোষণা দিতে হবে—কবে থেকে শিক্ষার্থীদের জন্য সম্পূরক বৃত্তি কার্যকর হবে।
অবস্থান কর্মসূচিতে ছাত্র অধিকারের সভাপতি এ.কে.এম. রাকিব বলেন, “আমরা গত বুধবার দাবি জানিয়ে দুই দিনের আল্টিমেটাম দিয়েছিলাম। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। তারা যদি মনে করে আমরা চুপ করে যাবো, তাহলে তারা ভুল ভাবছে। শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ে আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।”
আরও পড়ুনঃ হত্যার পূর্বে বন্ধু প্রিয় সাজিদ যখন একা, পিবিআইকে দায়িত্বভার দিবে প্রশাসন
শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য তানিজল বলেন, “বিগত কয়েক মাস ধরে আমরা বিভিন্ন আন্দোলনের মাধ্যমে দাবি জানিয়ে আসছি। ১৪-১৬ মে যমুনা অভিমুখে লংমার্চ ও অবস্থান কর্মসূচি দিয়েছি। কিন্তু এরপরও বিশ্ববিদ্যালয় প্রশাসন সম্পূরক বৃত্তির বিষয়ে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেনি। অন্যদিকে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু হলেও, জবিতে এখনও নীতিমালা পাশ হয়নি। প্রশাসনের এই উদাসীনতায় শিক্ষার্থীদের আস্থার জায়গা ক্রমেই সংকুচিত হচ্ছে।”
উল্লেখ্য, গত মে মাসে শিক্ষার্থীরা ৩ দফা দাবিতে আন্দোলনে নামেন। সেখানে অন্যতম গুরুত্বপূর্ণ দাবি ছিল—জুলাই মাস থেকে সম্পূরক বৃত্তি চালু করা। কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী কার্যক্রম শুরু না হওয়ায় এবং জকসুর নীতিমালা এখনো পাশ না হওয়ায় আবারও ক্ষুব্ধ হয়ে উঠেছেন শিক্ষার্থীরা।
কর্মসূচিতে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মী ছাড়াও সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।



