spot_img

― Advertisement ―

spot_img

জাকসু নির্বাচন বর্জন, পুনঃনির্বাচনের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেল। পাশাপাশি পুনরায় নির্বাচনের দাবিতে...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসজুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে বেরোবিতে দিনব্যাপী বর্ণিল কর্মসূচি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে বেরোবিতে দিনব্যাপী বর্ণিল কর্মসূচি

ফারজানা আক্তার, বেরোবি প্রতিনিধি: জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে দিনব্যাপী বর্ণিল ও উৎসবমুখর কর্মসূচির আয়োজন করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রশাসন।

সোমবার (৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ৫ আগস্ট সোমবার দিনব্যাপী এসব কর্মসূচি অনুষ্ঠিত হবে।

কর্মসূচির সূচনা হবে সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে, যা অনুষ্ঠিত হবে প্রশাসনিক ভবনের দক্ষিণ গেটে। এরপর বর্ণাঢ্য র‌্যালি বের হবে, যাতে অংশ নেবেন বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ ও দপ্তরের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। র‌্যালির বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে ব্যান্ড পার্টি ও ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি।

র‌্যালি শেষে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে প্রীতি খেলা, যা দিবসটির আনন্দঘন পরিবেশে নতুন মাত্রা যোগ করবে।

বিকেল ৫টা ৩০ মিনিট থেকে শুরু হবে দ্বিতীয় পর্বের আয়োজন। প্রথমে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আয়োজন করা হবে দোয়া ও মিলাদ মাহফিল। এরপর সন্ধ্যা ৭টায় আকাশ রাঙাবে আধা ঘণ্টাব্যাপী আতশবাজির ঝলক।

আরও পড়ুনঃ সাজিদ হত্যার ইস্যুতে সিসি ক্যামেরা ফুটেজ নিয়ে ধোঁয়াশা

সন্ধ্যা ৭টা ৩০ মিনিট থেকে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে গান, কবিতা ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে স্মরণ করা হবে ৫ আগস্টের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানকে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন এ কর্মসূচিতে সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের নিজ নিজ বিভাগের ব্যানারসহ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে।

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থান দেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়, যা গণতন্ত্র ও অধিকার আদায়ের প্রতীক হয়ে রয়েছে। সেই স্মৃতি নতুন প্রজন্মের মাঝে তুলে ধরতেই বেরোবির এই ব্যতিক্রমী আয়োজন।