তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহকে শ্বাসরোধে হত্যার ঘটনায় অবশেষে তার পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। সোমবার (৪ আগস্ট) রাতে সাজিদের বাবা আহসান হাবিবুল্লাহ ইবি থানায় এই হত্যা মামলাটি দায়ের করেন।
ইবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, দণ্ডবিধির ৩০২, ২০১ ও ৩৪ ধারায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা (মামলা নম্বর-২) রুজু হয়েছে। মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং এজাহার মঙ্গলবার আদালতে পাঠানো হবে।
সাজিদের বাবা আহসান হাবিবুল্লাহ বলেন, “পোস্টমর্টেম ও ফরেনসিক রিপোর্ট অনুযায়ী আমার ছেলেকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি চাই।”
প্রসঙ্গত, গত ১৭ জুলাই বিকেলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হল সংলগ্ন পুকুর থেকে সাজিদের মরদেহ উদ্ধার করা হয়। তিনি আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
আরও পড়ুনঃ ইবিতে সাজিদ হত্যার সিসিটিভি ফুটেজ ইস্যুতে শিক্ষার্থীদের মানববন্ধন
১৮ জুলাই তার ময়নাতদন্ত সম্পন্ন হয়, তবে প্রাথমিকভাবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিশ্চিত হওয়া যায়নি। ৩ আগস্ট প্রকাশিত ভিসেরা রিপোর্টে বলা হয়, সাজিদের মৃত্যু হয়েছে শ্বাসরোধের (asphyxia) ফলে। ওই রিপোর্টে বিষক্রিয়ার কোনো আলামত পাওয়া যায়নি।
সাজিদের মৃত্যুর পর থেকেই শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে আসছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন ছাত্র সংগঠন হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে বিক্ষোভ ও কর্মসূচি পালন করে আসছে।
পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের মাধ্যমে এই ঘটনার বিচারিক প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হলো। শিক্ষার্থীরা আশা করছেন, প্রশাসন দ্রুত তদন্ত করে দোষীদের গ্রেপ্তার ও বিচারের আওতায় আনবে।