
ফারজানা আক্তার, বেরোবি প্রতিনিধি: ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫’ উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা।
মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে গণঅভ্যুত্থান দিবস এর শোভাযাত্রাটি শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক, পার্ক মোড় ও মর্ডান এলাকা ঘুরে আবার বিশ্ববিদ্যালয়ে ফিরে শেষ হয়।
শোভাযাত্রা শেষে উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন। তিনি বলেন, “১৬ বছরের যে ক্ষতি হয়েছে, তা এক বছরে পূরণ সম্ভব নয়। তবে আমরা আশাবাদী—নতুন প্রজন্মের নেতৃত্বে ধীরে ধীরে সেই ক্ষতি কাটিয়ে উঠতে পারব। এজন্য ভরসা রাখতে হবে ভবিষ্যতের ওপর।”
আরও পড়ুনঃ ‘জুলাই ঘোষণাপত্র’ অনুষ্ঠান বর্জন করলো ছাত্র ফেডারেশন
তিনি শহীদ আবু সাঈদের হত্যাকাণ্ডের ঘটনায় এখনো সকল অপরাধীকে গ্রেপ্তার করা না যাওয়ায় দুঃখ প্রকাশ করেন। বলেন, “অপরাধীদের ধরতে তথ্যপ্রযুক্তি আরও বেশি ব্যবহার করতে হবে। যারা এখনও ধরা পড়েনি, তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। আমরা আশাবাদী, সেনাবাহিনী এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখবে।”
এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হারুন অর রশিদ, ছাত্র উপদেষ্টা ড. ইলিয়াছ প্রামানিক, প্রক্টর ড. ফেরদৌস রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রা জুড়ে ছিল জাতীয় পতাকা, ব্যানার, ফেস্টুন আর বিজয়ের স্লোগান।