তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘জুলাই-আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থান: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ আগস্ট) দুপুর ১টায় পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডিবেটিং সোসাইটি (PADAS)-এর আয়োজনে মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনের ২০৪ নম্বর কক্ষে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী। এ সময় স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক ড. এ. কে. এম. মতিনুর রহমান।
আরও পড়ুনঃ ধর্ম অবমাননার প্রতিবাদে ইবিতে হিন্দু ধর্মাবলম্বী শিক্ষার্থীদের মানববন্ধন
এছাড়া বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. এমতাজ হোসেন, লোক প্রশাসন বিভাগের সভাপতি অধ্যাপক ড. ফকরুল ইসলাম, অধ্যাপক ল ড. তোজাম্মেল হোসেন, অধ্যাপক মোহাম্মদ সেলিম, অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান এবং অধ্যাপক ড. লুৎফর রহমান।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “বিতর্ক মানুষের চিন্তার দ্বার উন্মুক্ত করে এবং সৃজনশীলতার বিকাশ ঘটায়। আল্লাহ আমাদের যে সৃজনশীলতার উপহার দিয়েছেন, এই সৃজনশীলতাকে জাগিয়ে তুলতে হলে চর্চা করতে হবে। যুক্তি উপস্থাপন একটি শিল্প—যেখানে চিন্তা, বোধ ও বিশ্লেষণ একত্রিত হয়। তাই শিক্ষার্থীদের বিতর্ক করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।