
তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ Higher Education Acceleration and Transformation (HEAT) গবেষণা প্রকল্প থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিএনপি ও জামাতপন্থী শিক্ষকদের বাদ দেওয়ার অভিযোগ উঠেছে।
রবিবার (১০ আগস্ট) বিজ্ঞান অনুষদের শিক্ষক লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন শিক্ষকরা।
এসময় উপস্থিত ছিলেন, অধ্যাপক ড. মিন্নাতুল করিম, অধ্যাপক ড. মিজানুর রহমান, অধ্যাপক ড. গোলাম মাওলা, অধ্যাপক ড. গাজী আরিফুজ্জামান খান, অধ্যাপক ড. এ.টি.এম. মিজানুর রহমান, অধ্যাপক ড. আবুল কালাম আজাদ, অধ্যাপক ড. জাহিদুল ইসলাম ও ড. শরিফুল ইসলাম।
সংবাদ সম্মেলনে শিক্ষকরা বলেন, শাবিপ্রবি, রাবি ও ইবিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিএনপি, জামায়াত ও আওয়ামী শিক্ষকদের প্রকল্প নির্বাচিত হলেও শুধুমাত্র আওয়ামীপন্থী শিক্ষকদের প্রকল্প মূল্যয়ন করা হয়েছে। আমাদের গবেষণার মান, সাইটেশন বেশি থাকা সত্ত্বেও আমাদের মূল্যয়ন না করে বাদ দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে নালিতাবাড়ীতে মানববন্ধন
এসময় তারা HEAT প্রকল্পে পর্যালোচনা ও নির্বাচনে অনিয়ম ও অস্বচ্ছতা সংক্রান্ত অভিযোগ তুলে ধরেন। তাদের অভিযোগগুলো হলো- রিভিউ প্রক্রিয়ার গুণগত মান ও স্বার্থের দ্বন্দ্ব, ‘ব্লাইন্ড পিয়ার রিভিউ’ এর মিথ্যা দাবি, প্রেজেন্টেশনে মূল্যায়ন প্রসঙ্গে, অঘোষিত বিভাগ ভিত্তিক বৈষম্য, রিসার্চ কোয়ালিটির নামে বিভ্রান্তি এবং অবহেলা, শিল্প সহযোগী ছাড়াই ইন্ডাস্ট্রি প্রজেক্ট অনুমোদন, বিশ্ববিদ্যালয় ভিত্তিক বা বিভাগ ভিত্তিক প্রকল্প সংখ্যা ও অঞ্চলভিত্তিক বৈষম্য, নৈতিক ও আদর্শগত সংকট, প্রকল্প জমাদানের সময় বর্ধিত করে অনৈতিক সুযোগ প্রদান, রাজনৈতিক সংশ্লিষ্টতা ও তার প্রভাব, চূড়ান্ত বাছাই বোর্ডে তাচ্ছিল্যমূলক ব্যবহার ও HEAT রিভিউ পদ্ধতির মাধ্যমে এবং ব্যবস্থাপনার নামে অর্থের অপচয়।
এসময় তারা প্রজেক্ট পূর্ণমূল্যায়নসহ তিন দফা দাবি জানায়। দাবিগুলো- নির্বাচিত প্রকল্পগুলো বাতিল করা, ইউজিসি সদস্য অধ্যাপক তানজিম উদ্দিন, প্রকল্প পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান এবং প্রকল্প পরামর্শক অধ্যাপক মোজাহার আলীকে দায়বদ্ধ করা এবং সর্বশেষ উপযুক্ত নতুন প্রক্রিয়া গ্রহণ করে প্রকল্প নির্বাচন করা।