
কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ‘আইসিটি অ্যাসোসিয়েশন’-এর উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে ‘আইসিটি উইক’।
বুধবার (১৩ আগস্ট) সকাল ১০টায় র্যালির মাধ্যমে সপ্তাহব্যাপী এ অনুষ্ঠানের সূচনা হয়।
র্যালি শেষে আইসিটি বিভাগের শিক্ষার্থী কাজী জান্নাতুল মেহেজাবিন ও আলিফ মুর্শেদের সঞ্চালনায় জাতীয় সংগীত পরিবেশন ও পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে বিদায় ও বরণ অনুষ্ঠান শুরু হয়। এতে বিশ্ববিদ্যালয়ের ১২, ১৩ ও ১৪তম আবর্তনের শিক্ষার্থীদের বিদায় জানানো হয় এবং ১৮ ও ১৯তম আবর্তনের শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী। বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান, প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাইফুর রহমানসহ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।
আরও পড়ুনঃ কবি মল্লিক স্মরণে সম্মিলনের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান বলেন, “আমরা যেমন জ্ঞান অর্জনের জন্য পরিশ্রম করি, তেমনি ভালো মানুষ হওয়ার জন্যও চেষ্টা করতে হবে। দুঃখজনক হলেও সত্য, এবছরও আমরা র্যাগিং থেকে পুরোপুরি মুক্তি পাইনি। আশা করি, যেমনভাবে ছাত্ররা জুলাই আন্দোলনে ফ্যাসিবাদী সরকারকে বিদায় করেছে, তেমনভাবেই র্যাগিংয়ের সঙ্গে জড়িত গুটিকয়েক শিক্ষার্থীকে দূর করতে সক্ষম হব।”
উপাচার্য অধ্যাপক ড. হায়দার আলী বলেন, “আমি বিশ্বাস করি, তোমাদের মধ্যে অনেক সম্ভাবনা লুকিয়ে আছে। তা জাগ্রত করতে হবে। একজন শিক্ষার্থী আরেকজনকে সালাম না দিলে কিছু আসে যায় না—গালিগালাজ বা বিভক্তির জায়গা তৈরি করা চলবে না। আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে হবে, আর এই পরিবর্তন শুরু হোক আইসিটি বিভাগ থেকেই।”