
মহিউছ ছাইয়েদ, নিজস্ব প্রতিনিধিঃ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ২৮ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে। ঘোষিত প্যানেলে ৪ জন নারী শিক্ষার্থীও স্থান পেয়েছেন।
নারী শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন— উম্মে সালমা (কমনরুম–রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক), ফাতিমা তাসনীম জুমা (মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক, ইনকিলাব মঞ্চ), সাবিকুন্নাহার তামান্না (সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রী সংস্থার সভানেত্রী) এবং মোছা. আফসানা আক্তার (সদস্য ও শাখা সেক্রেটারি)।
শীর্ষ তিন পদে মনোনয়ন পেয়েছেন সাদিক কায়েম (সভাপতি–ভিপি), এস এম ফরহাদ (সাধারণ সম্পাদক–জিএস) এবং মহিউদ্দিন খান (সহ–সাধারণ সম্পাদক–এজিএস)।
আরও পড়ুনঃ ইবির অফিসিয়াল ফেসবুক পেইজের উদ্বোধন, ভুয়া পেইজে বন্ধে হুঁশিয়ারি
শিবিরের দাবি, বিশ্ববিদ্যালয়ের সকল শ্রেণি ও গোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ে ভিন্নধর্মী ও দায়িত্বশীল নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যেই তাদের এই প্যানেল ঘোষণা করা হয়েছে।