মহিউছ ছাইয়েদ, নিজস্ব প্রতিনিধিঃ জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হচ্ছে “রান ফর জুলাই” ম্যারাথন প্রতিযোগিতা ২০২৫। এবারের প্রতিযোগিতার মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে “৩৬ জুলাই – একতার পদক্ষেপে অপ্রতিরোধ্য”।
প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আগামী ৩০ আগস্ট ২০২৫, শনিবার সকাল ৬টা ৩০ মিনিটে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। অংশগ্রহণে আগ্রহীদের জন্য রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা। নিবন্ধনের শেষ সময় ২৪ আগস্ট ২০২৫ পর্যন্ত। রেজিস্ট্রেশন করতে হবে এই লিংকে গিয়ে: https://tinyurl.com/marathoncompetition2025
আয়োজকরা জানিয়েছেন, প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের জন্য থাকছে নানা আয়োজন। অংশগ্রহণকারীরা পাবেন আকর্ষণীয় টি-শার্ট, নাস্তা ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা। এছাড়া প্রতিযোগিতায় ১ম থেকে ৫ম স্থান অর্জনকারীদের দেওয়া হবে ক্রেস্ট, আর ৬ষ্ঠ থেকে ২৫তম স্থান অর্জনকারীরা পাবেন মেডেল।
আরও পড়ুনঃ শাজাহানপুরে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের ছাত্রশিবিরের সংবর্ধনা
তাছাড়া সকল অংশগ্রহণকারীর জন্য থাকবে ফটোবুথ, চিপ টাইমিং, ই-সার্টিফিকেট, কিট এক্সপো এবং ফিনিশিং সিরিমনির বিশেষ আয়োজন।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের আয়োজন তরুণ সমাজকে ঐতিহাসিক চেতনার সঙ্গে যুক্ত করার পাশাপাশি সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে উৎসাহিত করবে।