
ওমর ফারুক জিলন, জবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শিক্ষার্থীদের সম্পূরক বৃত্তি ইস্যুকে কেন্দ্র করে জকসু নির্বাচনের নীলনকশা করছে খুচরা সংগঠনগুলো—এমন অভিযোগ করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল।
আজ ২৫ আগস্ট(সোমবার) রফিক ভবনের নিচে তিন দফা দাবিতে শাখা ছাত্রদলের আয়োজিত এক মানববন্ধন এ-সব কথা বলেন তিনি।
তিনি বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জকসু নির্বাচনের বিপক্ষে নয়। কিন্তু যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে গণহত্যাকারী শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এখনো আছে, যেখানে ছাত্রলীগের হামলাকারীরা ভোটার হবে, সেই নির্বাচন শিক্ষার্থীদের কল্যাণে হতে পারে না। সম্পূরক বৃত্তি নিয়ে নীলনকশা করে জকসু নির্বাচনকে সামনে নিয়ে এসেছে খুচরা সংগঠনগুলো।”
তিনি আরও বলেন, “ছাত্রদল জকসু নির্বাচন চায়, তবে তার আগে মধ্যবিত্ত শিক্ষার্থীদের জন্য আবাসন ভাতা নিশ্চিত করতে হবে। যারা ঠিকমতো খেতে পারে না বা খরচ চালাতে কষ্ট হয়, তাদের জন্য এই ব্যবস্থা জরুরি। আমরা চাই জকসু প্রয়োজনে পরশুদিন হোক, কিন্তু তার আগে ছাত্রলীগের বিচারের নিশ্চয়তা থাকতে হবে। শিক্ষার্থীদের জন্য আবাসন ভাতা ও ছাত্রলীগের বিচারের দাবিতে আগামীতে আমরা আরও কঠোর কর্মসূচি দেব।”
আরও পড়ুনঃ অর্ডিন্যান্স হলেই ১৫ দিনের মধ্যে ইকসু নির্বাচন: উপাচার্য
মানববন্ধনে উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ, যুগ্ম আহ্বায়ক সুমন সরদার, মুস্তাফিজুর রহমান, শাহরিয়ার আহমেদ, সাখাওয়াত ইসলাম পরাগ, রবিউল আউয়াল, নাহিয়ান বিন অনিক, রাশেদ আমিন, রাসেল মিয়াসহ অন্যান্য নেতাকর্মীরা।