spot_img

― Advertisement ―

spot_img

খুলনায় স্টুডেন্ট স্কয়ার ফাউন্ডেশনের গ্রুপ কাউন্সেলিং সেশন অনুষ্ঠিত

সায়মা আনান প্রমি, খুবি প্রতিনিধিঃ খুলনায় স্টুডেন্ট স্কয়ার ফাউন্ডেশনের উদ্যোগে “ওয়ান মিনিট ইনভেস্টমেন্ট” প্রকল্পের আওতায় একটি গ্রুপ কাউন্সেলিং সেশন অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৩ সেপ্টেম্বর)...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসখুবিতে ডাটা জার্নালিজম বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

খুবিতে ডাটা জার্নালিজম বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সায়মা আনান প্রমি, খুবি প্রতিনিধিঃ খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিন ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর যৌথ উদ্যোগে ‘ডাটা জার্নালিজম’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৪ আগস্ট) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের কম্পিউটার ল্যাবে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।

তিনি বলেন, সাংবাদিকতা অত্যন্ত চ্যালেঞ্জিং ও ঝুঁকিপূর্ণ পেশা। এই পেশায় সততা, সাহসিকতা ও সত্যনিষ্ঠা অপরিহার্য। সমাজের অন্যায়-অবিচার ও অসঙ্গতি প্রকাশের পাশাপাশি ইতিবাচক দিকও তুলে ধরে সাংবাদিকরা। এজন্য সময়ের চাহিদা অনুযায়ী আধুনিক প্রযুক্তি ও ডাটা-ভিত্তিক দক্ষতা অর্জন করতে হবে।

বিশেষ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হয়ে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ডাটা জার্নালিজম আধুনিক গণমাধ্যমের অন্যতম শক্তিশালী ক্ষেত্র। নির্ভরযোগ্য তথ্যভিত্তিক সংবাদ পরিবেশন গণতন্ত্র ও জবাবদিহিতা শক্তিশালী করার পাশাপাশি গণমাধ্যমের প্রতি জনগণের আস্থা আরও বাড়াতে পারে।

আরও পড়ুনঃ সম্পূরক বৃত্তি নিয়ে নীলনকশা করে জকসু’কে সামনে নিয়ে এসেছে খুচরা সংগঠনগুলো: ছাত্রদল নেতা

গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিন প্রধান প্রফেসর সারা মনামী হোসেন বলেন, শিক্ষার্থীরা যদি আরও বেশি ডেটা জার্নালিজম প্রশিক্ষণ পায় তবে তা তাদের ভবিষ্যৎ ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কারণ বর্তমান যুগে মানুষ বিশ্লেষণধর্মী ও তথ্যনির্ভর সংবাদ বেশি পছন্দ করে।

এছাড়া সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর শেখ শারাফাত হোসেন, টিআইবির পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলাম বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য দেন ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মোঃ শরিফুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন টিআইবির ডেপুটি কো-অর্ডিনেটর জাফর সাদিক।

দিনব্যাপী এ প্রশিক্ষণে গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের ৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে ডাটা সংগ্রহ, বিশ্লেষণ, ভিজ্যুয়ালাইজেশন এবং সংবাদ পরিবেশনে প্রযুক্তি ব্যবহারের বিভিন্ন কৌশল শেখানো হয়।