spot_img

― Advertisement ―

spot_img

পদ্মানদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

মোঃ আব্দুল আলিম, রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীর বাঘা উপজেলায় পদ্মানদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া জেলে আমিনুল ইসলাম (৫০)-এর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসরাকসু নির্বাচনে ভিপি পদে স্বতন্ত্র প্রার্থী আবদুল বারিকের ঘোষণা

রাকসু নির্বাচনে ভিপি পদে স্বতন্ত্র প্রার্থী আবদুল বারিকের ঘোষণা

মোঃ আব্দুল আলিম, রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন–২০২৫ এ সহ-সভাপতি (ভিপি) পদে স্বতন্ত্র প্রার্থীতা ঘোষণা করেছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আবদুল বারিক।

সোমবার (২৫ আগস্ট) দুপুর ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে আবদুল বারিক বলেন, “রাকসু কেবল একটি সংগঠন নয়, এটি শিক্ষার্থীদের অধিকার, মর্যাদা ও স্বপ্ন বাস্তবায়নের প্ল্যাটফর্ম। শিক্ষার্থীদের কল্যাণ, গণতান্ত্রিক চর্চা এবং একাডেমিক পরিবেশ রক্ষার জন্য আমি প্রার্থীতা ঘোষণা করছি।”

তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন রাকসু নিষ্ক্রিয় থাকায় শিক্ষার্থীদের নানাবিধ সমস্যা অবহেলিত থেকে যাচ্ছে। আবাসন সংকট, লাইব্রেরির সীমিত সুবিধা, ক্যাম্পাসের অবকাঠামোগত দুরবস্থা, নিরাপত্তাজনিত ঝুঁকি এবং খাদ্যদ্রব্যের মান ও দামের অনিয়ম নিয়ে শিক্ষার্থীরা বারবার প্রতিবাদ করলেও প্রশাসন থেকে কাঙ্ক্ষিত সাড়া পাওয়া যায় না।

আরও পড়ুনঃ পৃথিবী মারতে, চলেন গাছ কাটি; প্রতিবাদী অবস্থান ইবির ৬ শিক্ষার্থীর

বারিক বলেন, রাকসু সক্রিয় হলে এসব সমস্যা ছাত্র প্রতিনিধিদের মাধ্যমে প্রশাসনের দৃষ্টিগোচর হবে এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি গণতান্ত্রিক পরিবেশ তৈরি হবে। তিনি আরও জানান, তিনি চান রাকসু রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে সাধারণ শিক্ষার্থীদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাক।

এসময় তিনি চব্বিশের গণআন্দোলনের চেতনা স্মরণে রেখে ২৪ দফার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন।