spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসজবিতে দুই দফা দাবিতে ভিসি ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

জবিতে দুই দফা দাবিতে ভিসি ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

ওমর ফারুক জিলন, জবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) দুই দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর থেকে তারা ভিসি ভবনের সামনে এ কর্মসূচিতে বসে।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো— শিক্ষার্থীদের সম্পূরক বৃত্তি কবে থেকে কার্যকর হবে তা সুনির্দিষ্টভাবে জানাতে হবে এবং জকসুর নীতিমালা চূড়ান্ত করে তফসিলসহ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে।

ছাত্র অধিকারের সভাপতি এ.কে.এম রাকিব বলেন, “প্রশাসন শিক্ষার্থীদের সঙ্গে তামাশা করছে। আমাদের অবস্থান তাদের গায়ে লাগছে না। আমরা স্পষ্ট করে বলতে চাই— আমাদের ধৈর্যের পরীক্ষা নিবে না, এর ফলাফল ভালো হবে না।”

আরও পড়ুনঃ সাভারে জমি নিয়ে বিরোধে বাধা ও প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

লোকপ্রশাসন বিভাগের ১৬তম আবর্তনের শিক্ষার্থী স্বর্ণা রিয়া বলেন, “সম্পূরক বৃত্তি আর জকসু নীতিমালার চূড়ান্ত প্রণয়ন ছাড়া আমরা এক চুলও নড়বো না। প্রশাসন আমাদের সাথে যে মিথ্যা আশ্বাসের খেলা শুরু করেছে এর সুরাহা করার এটাই উপযুক্ত সময়। আমরা আর মিথ্যা আশ্বাসে বিশ্বাসী নই।”

উল্লেখ্য, দুই দফা দাবিতে টানা পাঁচ কর্মদিবস ধরে অবস্থান কর্মসূচি পালন করছে বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও শিক্ষার্থীরা। এর আগে তারা ভিসি রুম ও শহীদ মিনারের সামনেও একই কর্মসূচি পালন করেছে।