spot_img

― Advertisement ―

spot_img

ইকসু’র গঠনতন্ত্র প্রণয়নে কমিটি গঠন

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ইকসু) গঠন ও নির্বাচনের গঠনতন্ত্র প্রয়ণয়নে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে ইসলামী...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসইকসু'র গঠনতন্ত্র প্রণয়নে কমিটি গঠন

ইকসু’র গঠনতন্ত্র প্রণয়নে কমিটি গঠন

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ইকসু) গঠন ও নির্বাচনের গঠনতন্ত্র প্রয়ণয়নে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি), ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষকসহ হাইকোর্টের সিনিয়র আইনজীবীকে অন্তর্ভুক্তি করা হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড মনজুরুল হক স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানা যায়।

আদেশ সূত্রে জানা যায়, ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ (ইকসু) গঠন ও নির্বাচনের গঠনতন্ত্র বা সংবিধি প্রণয়নের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমানকে আহ্বায়ক ও আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসানকে সদস্য সচিব করে ১১ সদস্যের কমিটি গঠন করা হয়।

আরও পড়ুনঃ সাজিদ হত্যার দ্রুত বিচার চায় শিক্ষার্থীরা

কমিটির অন্য সদস্যরা হলেন- ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. আলীনূর রহমান, দা’ওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. শহীদ মুহাম্মদ রেজওয়ান, আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, ইলেকট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোঃ নজিবুল হক, আল-হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান , অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. কাজী মোস্তফা আরীফ, ঢাবির আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ একরামুল হক ও চবির আইন অনুষদের ডিন অধ্যাপক ড. জাফর উল্লাহ তালুকদার এবং বাংলাদেশ সুপ্রীম কোর্টের সিনিয়র এ্যাডভোকেট ব্যারিস্টার ইমাম হোসেন সিডনী।

গঠিত কমিটি যত দ্রুতসম্ভব ইকসু’র গঠনতন্ত্র বা সংবিধি প্রণয়ন করে মাননীয় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বরাবর জমা প্রদানের জন্য বলা হয়।