spot_img

― Advertisement ―

spot_img

বেরোবির ডাইনিংয়ের খাবারে বড় আকৃতির পোকা, শিক্ষার্থীদের ক্ষোভ

বেরোবি প্রতিনিধিঃ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শহীদ মুখতার ইলাহী হলের ডাইনিংয়ের খাবারে বড় আকৃতির একটি পোকা পাওয়া গেছে।রবিবার (৩১ আগস্ট) দুপুরের খাবারে...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসবেরোবির ডাইনিংয়ের খাবারে বড় আকৃতির পোকা, শিক্ষার্থীদের ক্ষোভ

বেরোবির ডাইনিংয়ের খাবারে বড় আকৃতির পোকা, শিক্ষার্থীদের ক্ষোভ

বেরোবি প্রতিনিধিঃ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শহীদ মুখতার ইলাহী হলের ডাইনিংয়ের খাবারে বড় আকৃতির একটি পোকা পাওয়া গেছে।

রবিবার (৩১ আগস্ট) দুপুরের খাবারে এ ঘটনা ঘটে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন আবাসিক শিক্ষার্থীরা।

আবাসিক শিক্ষার্থী রাশেদ হোসেন অভিযোগ করে বলেন, “আমি খাবার নিয়ে খেতে বসার পর দেখতে পাই বড় একটি পোকা, দেখতে কেঁচোর মতো। এরপর আর খেতে পারিনি। এসব দেখার পর খাওয়ার রুচিই বন্ধ হয়ে যায়। সব খাবার ফেলে দিয়ে রুমমেটের কাছ থেকে খাবার নিয়ে খেয়েছি।”

হলের অন্য শিক্ষার্থীরাও জানিয়েছেন, এ ধরনের সমস্যার সঙ্গে তারা প্রায়ই মুখোমুখি হন। আবাসিক শিক্ষার্থী মোকছেদুল মমিন বলেন, “আজ খাবারে ২-৩ ইঞ্চি লম্বা কেঁচো পেয়েছি। এ ছাড়া নিয়মিতই ডাইনিংয়ের খাবার নিয়ে অভিযোগ থাকে, কিন্তু কোনো স্থায়ী সমাধান দেখা যায় না। হলে প্রভোস্ট নেই প্রায় এক মাস, যার ফলে তদারকির অভাবে ডাইনিংসহ নানা সমস্যায় পড়ছি। ওয়াইফাই, রিডিং রুম ও অতিথি কক্ষের অব্যবস্থাপনাও আমাদের ভোগান্তি বাড়াচ্ছে। প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।”

আরও পড়ুনঃ রামগঞ্জে বিএনপি নেতার বাড়িতে হামলার পর লুটপাটের অভিযোগ

ডাইনিং পরিচালনার দায়িত্বে থাকা কাউসার আহমেদ অভিযোগ অস্বীকার করে বলেন, “শাকে এত বড় পোকা থাকা সম্ভব নয়। শাক ধোয়ার পর হাতে ভাগ করা হয়। এত বড় পোকা থাকলে হাতে লাগার কথা। এটি পরিকল্পিত কিনা সেটিও খতিয়ে দেখা দরকার।”

এ বিষয়ে শহীদ মুখতার ইলাহী হলের প্রভোস্ট ড. মো. কামরুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করলেও কোনো মন্তব্য করেননি।