spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসচবিতে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ

চবিতে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ

ইকরাম হাছান, তিতুমীর কলেজ প্রতিনিধিঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রদল।

রবিবার (৩১ আগস্ট) রাত ৯টার দিকে কলেজের প্রধান ফটক থেকে শুরু হওয়া মিছিলটি মহাখালী টিভি গেট এলাকা প্রদক্ষিণ করে পুনরায় ফটকে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভে শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। তারা “চবিতে রক্ত ঝরে, ইন্টারিম কি করে?”, “আমার ভাই আহত কেন, ইন্টারিম জবাব দে”, “তিতুমীরের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন” ইত্যাদি স্লোগানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার তীব্র নিন্দা জানান।

সমাবেশে তিতুমীর কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইমাম হোসাইন বলেন, “৫ আগস্ট স্বৈরশাসক হাসিনার পতনের পর দেশের মানুষ যখন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশায় ছিল, তখনই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিরীহ শিক্ষার্থীদের ওপর বর্বরোচিত হামলা চালানো হয়। এটি নিছক একটি শিক্ষাপ্রতিষ্ঠানে হামলা নয়, এটি দেশের গণতন্ত্রে আঘাত।”

আরও পড়ুনঃ চবিতে সংঘর্ষের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন

তিনি আরও বলেন, “এই হামলার পেছনে কারা জড়িত তা জাতি জানতে চায়। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি করছি। তত্ত্বাবধায়ক সরকার যদি অবিলম্বে এই ঘটনার বিচার না করে এবং নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা না নেয়, তবে ছাত্রসমাজ-জনতা ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকারকে সরে যেতে বাধ্য করবে।”

সমাবেশে ছাত্রদলের অন্যান্য নেতারা বলেন, দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভয় ও অস্থিরতা তৈরি করে তরুণদের রাজনীতি থেকে দূরে সরাতে একটি মহল পরিকল্পিতভাবে এমন হামলার পৃষ্ঠপোষকতা করছে।

তাদের দাবি, হামলার ঘটনার বিচার ও নিরপেক্ষ নির্বাচনের নিশ্চয়তা না এলে সারাদেশে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। শান্তিপূর্ণভাবে সমাবেশ শেষ হলেও নেতারা সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেন।