spot_img

― Advertisement ―

spot_img

রিটকারীকে ধর্ষণের হুমকি, শিবিরের বিরুদ্ধে ইবি ছাত্রদলের বিক্ষোভ

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের এক নারী প্রার্থীকে ধর্ষণের হুমকির ঘটনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসরিটকারীকে ধর্ষণের হুমকি, শিবিরের বিরুদ্ধে ইবি ছাত্রদলের বিক্ষোভ

রিটকারীকে ধর্ষণের হুমকি, শিবিরের বিরুদ্ধে ইবি ছাত্রদলের বিক্ষোভ

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের এক নারী প্রার্থীকে ধর্ষণের হুমকির ঘটনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল। এসময় হুমকিদাতা শিবির নেতা দাবি করে তার বিরুদ্ধে শাস্তির দাবি জানান তারা।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবন চত্বর থেকে মিছিল বের করে সংগঠনটি। পরে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে সমবেত হয়।

মিছিলে তাদের ‘নিরাপদ ক্যাম্পাস, ছাত্রদলের অঙ্গীকার,’ ‘দিল্লি গেছে স্বৈরাচার, পিন্ডি যাবে রাজকার,’ ‘শিবিরের ধর্ষকেরা, হুঁশিয়ার সাবধান,’ ‘শহিদ জিয়ার বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই,’ ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

এসময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমী মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, যুগ্ম আহ্বায়ক আনারুল, আহসান হাবীব, সদস্য নুর উদ্দিন, রাফিজ, সাব্বির, স্বাক্ষর, সৌরভসহ প্রমূখ।

শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, বামসহ তিন সংগঠনের প‍্যানেল প্রার্থী ফাহমিদা আলম ডাকসু শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেছেন। সেই রিটের প্রতিবাদে আলী হাসান প্রকাশ‍্যে গণধর্ষণের দাবি তুলে, তার দ্রুত বিচার দাবি করছি ।
তিনি আরো বলেন, শিবিরের নেতৃবৃন্দদের বলতে চাই আপনারা আপনাদের কর্মীদের থামান। আপনারা ধর্ষণের পক্ষে অবস্থান নিবেন না। রাবিতে আমাদের ছাত্রদলের নেতাকর্মীদের উপর ও বোনেদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

আরও পড়ুনঃ নীলফামারীতে শ্রমিক হত্যা, প্রতিবাদে ইবিতে মানববন্ধন

শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম শিবিরকে উদ্দেশ্য করে বলেন, বলেন, আপনারা ঐ ১৬ বছর ফ্যাসিজম করেছেন এবং ফ্যাসিবাদের সাথে ছিলেন। আপনারা সারা বাংলাদেশের মানুষের উপর নির্যাতন চালিয়েছেন।

তিনি আরও বলেন, আজকে আপনারা যারা বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্রীকে ধর্ষণের হুমকি দেন, তখন আমাদের লজ্জা হয়। আমরা বর্তমান ইন্টেরিম সরকারকে বলতে চাই , যারা ধর্ষক তাদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।

প্রসঙ্গত, ডাকসু নির্বাচনে শিবিরের সভাপতি এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিটকারী নারী প্রার্থীকে নিয়ে স্ট্যাটাস দিয়ে, ‘গণধর্ষণের’ হুমকি দিয়েছেন আলী হুসেন নামে ঢাবির এক শিক্ষার্থী। স্ট্যাটাসের পরপরই সেই শিক্ষার্থী শিবিরের সঙ্গে জড়িত নিয়ে আলোচনা শুরু হলে পোস্টটি ডিলিট করে দেন ওই শিক্ষার্থী। পরবর্তীতে তীব্র সমালোচনার মুখে ওই শিক্ষার্থী ভিডিও বার্তায় ক্ষমা চান ও কোনো রাজনৈতিক ছাত্রসংগঠনের সাথে যুক্ত নন বলে দাবি করেন তিনি।