
তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগে “রাসূলুল্লাহর (সা.) খুতবার মৌলিক বিষয়বস্তু নির্ধারণ: একটি পর্যালোচনা” শীর্ষক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১ টায় অনুষদ ভবনে ধর্মতত্ত্ব অনুষদ কক্ষে সেমিনারটি অনুষ্ঠিত হয়। এতে গবেষক হিসেবে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন দেশ বরেণ্য ইসলামিক স্কলার আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ।
সেমিনারে আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. আকতার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. আ.ব.ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী, বিশেষ অতিথি হিসেবে ছিলেন গবেষণা তত্ত্বাবধায়ক আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. সৈয়দ মাকসুদুর রহমান।
এছাড়াও আলোচক হিসেবে বিভাগটির অধ্যাপক অধ্যাপক ড. আ.খ.ম ওয়ালী উল্লাহ, অধ্যাপক ড. সেকান্দার আলী, অধ্যাপক ড. মোঃ মোস্তাফিজুর রহমান, অধ্যাপক ড. আ.হ.ম নূরুল ইসলাম, আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আ ফ ম আকবর হোসাইন, অধ্যাপক ড. আ ন ম এরশাদ উল্লাহ, অধ্যাপক ড. নাছির উদ্দীন মিঝি,অধ্যাপক ড. খান মুহাম্মদ ইলিয়াস প্রমুখ উপস্থিত ছিলেন।
আরও পড়ুনঃ রিটকারীকে ধর্ষণের হুমকি, শিবিরের বিরুদ্ধে ইবি ছাত্রদলের বিক্ষোভ
সেমিনারে পিএইচডি গবেষক আব্দুল হাই মো. সাইফুল্লাহ তার পিএইচডি গবেষণা শিরোনাম “মানবকল্যাণে রাসূলুল্লাহ (সা:) এর খুতবার ভূমিকা: পরিপ্রেক্ষিত বাংলাদেশ”র অধীনে “রাসূলুল্লাহর খুতবার মৌলিক বিষয়বস্তু নির্ধারণ:একটি পর্যালোচনা” শীর্ষক গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন।
তিনি বলেন, “রাসূলুল্লাহ (ﷺ)-এর খুতবা ইসলামী দাওয়াত ও সমাজ গঠনের অন্যতম প্রধান মাধ্যম ছিল। তাঁর খুতবায় তাওহীদ, আখিরাত, ইবাদত ও ইসলামী জীবনব্যবস্থার মৌলিক বিষয়সহ মানবাধিকার, সামাজিক ন্যায়, নৈতিকতা ও ভ্রাতৃত্ববোধের দিকনির্দেশনা অন্তর্ভুক্ত ছিল। বিদায় হজ্জের খুতবা বিশেষভাবে উল্লেখযোগ্য, যা মানবাধিকারের অনন্য দলিল হিসেবে স্বীকৃত। গবেষণায় দেখা যায়, তাঁর খুতবার মাধ্যমে ইসলামের পূর্ণাঙ্গ রূপরেখা প্রদান করা হয়েছে, যা মুসলিম উম্মাহর জন্য দ্বীন ও দুনিয়া উভয় ক্ষেত্রে সমন্বিত দিকনির্দেশনা হিসেবে আজও প্রাসঙ্গিক।”
সেমিনারে উপস্থিত আলোচকবৃন্দ গবেষকের উপস্থাপিত প্রবন্ধের উপর পর্যালোচনা করেন এবং গঠনমূলক দিকনির্দেশনা প্রদান করেন।