spot_img

― Advertisement ―

spot_img

বুটেক্সে আয়োজিত হতে যাচ্ছে টেক্সটাইল গবেষণা প্রতিযোগিতা ‘টেক্সভার্স ২০২৫’

মো: সাদিক ফাওয়াজ সামিন, বুটেক্স প্রতিনিধিঃ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ক্লাব (বুটেক্স সায়েন্স ক্লাব) আয়োজন করতে যাচ্ছে দিনব্যাপী টেক্সটাইল উদ্ভাবন ও গবেষণা উৎসব ‘টেক্সভার্স...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসবুটেক্সে আয়োজিত হতে যাচ্ছে টেক্সটাইল গবেষণা প্রতিযোগিতা ‘টেক্সভার্স ২০২৫’

বুটেক্সে আয়োজিত হতে যাচ্ছে টেক্সটাইল গবেষণা প্রতিযোগিতা ‘টেক্সভার্স ২০২৫’

মো: সাদিক ফাওয়াজ সামিন, বুটেক্স প্রতিনিধিঃ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ক্লাব (বুটেক্স সায়েন্স ক্লাব) আয়োজন করতে যাচ্ছে দিনব্যাপী টেক্সটাইল উদ্ভাবন ও গবেষণা উৎসব ‘টেক্সভার্স ২০২৫’।

আগামী ১০ অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া এই গবেষণা প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য দেশব্যাপী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানমনস্ক শিক্ষার্থীদের আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞানমনস্কতা জাগ্রত করা এবং শিক্ষার্থীদের নতুন উদ্ভাবনী চিন্তাভাবনা উৎসাহিত করার লক্ষ্য নিয়ে আয়োজন করা হচ্ছে এই প্রতিযোগিতা। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের গবেষণামূলক চিন্তা বাস্তবায়নের একটি বড় প্ল্যাটফর্ম হয়ে উঠবে ‘টেক্সভার্স ২০২৫’।

প্রতিযোগিতায় থাকবে বিভিন্ন সেগমেন্ট—প্রজেক্ট প্রদর্শনী, পোস্টার প্রেজেন্টেশন, আর্টিকেল রাইটিং, টেক্সটাইল অলিম্পিয়াড, ভিডিও প্রতিযোগিতা ও ট্রেজার হান্ট। এর মাধ্যমে শিক্ষার্থীরা টেক্সটাইল ও প্রযুক্তি-ভিত্তিক নতুন উদ্ভাবন এবং গবেষণা উপস্থাপনের সুযোগ পাবেন।

আরও পড়ুনঃ নালিতাবাড়ীতে নানা আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, প্রতিযোগিতায় অংশ নিতে নিবন্ধনের শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ সেপ্টেম্বর।

রেজিস্ট্রেশন লিংকসমূহ:
প্রজেক্ট প্রদর্শনী: https://forms.gle/TfAy7y9YfK5GsBt49

পোস্টার প্রেজেন্টেশন: https://forms.gle/1esZ4dy9LRzFUPUa9

আর্টিকেল রাইটিং: https://forms.gle/qhES8988eaeHuV4DA

টেক্সটাইল অলিম্পিয়াড: https://forms.gle/Lyi2Z4avDHQGRbgn6

ভিডিও প্রতিযোগিতা: https://forms.gle/56yZMZjybc4ayXMq5

ট্রেজার হান্ট: https://forms.gle/y2Mgp8sE6utU4S1h7