নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ছাত্রদল অংশ নেবে কিনা তা নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান। তিনি নির্বাচনকে ঘিরে লেভেল প্লেয়িং ফিল্ড ও নিরপেক্ষতা নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন।
বুধবার (১০ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দলকানা প্রশাসনের অধীনে কতটুকু লেভেল প্লেয়িং ফিল্ড বজায় রেখে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব হবে তা নিয়ে তাদের যথেষ্ট সন্দেহ আছে।
তিনি আরও উল্লেখ করেন, এই প্রশাসনের অধীনে নির্বাচনে যাওয়া হবে কিনা, তা এখনো ভেবে দেখার বিষয়।
এ প্রসঙ্গে তিনি ঢাকা পোস্টকে বলেন, “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংস্কার করতে হবে। দলকানা রেজিস্ট্রার, প্রক্টর এবং নির্বাচন কমিশনের সদস্য সচিবকে পরিবর্তন করে নিরপেক্ষ ব্যক্তিদের দায়িত্ব দিতে হবে। আমি বিএনপিপন্থী শিক্ষকদের দায়িত্ব দেওয়ার কথাও বলছি না, একদম নিরপেক্ষ ব্যক্তিদেরই দায়িত্ব দেওয়া জরুরি।”
আরও পড়ুনঃ জাকসুর ভোট গণনা চলছে, ফল পেতে অপেক্ষা কাল দুপুর পর্যন্ত
চাকসুর ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বিতরণ শুরু হবে আগামী ১৪ সেপ্টেম্বর। ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে মনোনয়ন জমা গ্রহণ, যা চলবে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ সেপ্টেম্বর। আর আগামী ১২ অক্টোবর অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।
প্রসঙ্গত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ‘দলান্ধতা’র অভিযোগ করে আসছে ছাত্রদল। সম্প্রতি স্থানীয় গ্রামবাসীর সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় প্রক্টরের পদত্যাগ দাবিতে আন্দোলনও করেছে সংগঠনটি।