মো: সাদিক ফাওয়াজ সামিন, বুটেক্স প্রতিনিধিঃ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো আন্তঃবিভাগীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ‘শ্রেষ্ঠত্বের লড়াই ৩.০’।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন একাত্তর সাংস্কৃতিক সংঘের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতা বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে শুরু হয়।
আয়োজনে ছিল আন্তঃবিভাগ সাংস্কৃতিক প্রতিযোগিতা (নাচ, গান ও নাটক), পুরস্কার বিতরণী ও ফর্মাল সেশন, সৌজন্য সাংস্কৃতিক পরিবেশনা এবং ব্যান্ড কনসার্ট। প্রতিটি বিভাগ থেকে একটি করে দল অংশ নেয় এবং দলগুলো গান, নাচ ও নাটকের সমন্বয়ে মৌলিক পরিবেশনা উপস্থাপন করে। প্রতিযোগিতার বিজয়ীদের জন্য নির্ধারিত ছিল ১০ হাজার টাকার প্রাইজ পুল।
ফাইনালে টেক্সটাইল ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং বিভাগ চ্যাম্পিয়ন এবং এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন। বিচারক প্যানেলে ছিলেন সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শামীমা আক্তার রোজী, গণিত বিভাগের সহকারী অধ্যাপক মারজিয়া ইয়াসমিন, পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক মো. কাওসারুল ইসলাম এবং পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. তনুশ্রী আরেফীন।
আরও পড়ুনঃ তিতুমীর কলেজে কুমিল্লার শিক্ষার্থীদের মাঝে উপহার বিতরণ করলেন ছাত্রনেতা
উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন বলেন, “একাত্তর সাংস্কৃতিক সংঘের এই আয়োজনে দায়িত্ব পালন করা সকল সদস্যকে শুভেচ্ছা জানাই। ভবিষ্যতেও এ ধরনের বড় সাংস্কৃতিক আয়োজনের জন্য প্রশাসনের পক্ষ থেকে সবধরনের সুযোগ-সুবিধা ও আর্থিক সহায়তা প্রদান করা হবে।”
একাত্তর সাংস্কৃতিক সংঘের সভাপতি হিমু চৌধুরী বলেন, “বিচারকরা অত্যন্ত সুন্দরভাবে ফলাফল ঘোষণা করেছেন। বিশেষ করে উপাচার্যের সার্বিক সহায়তা ছাড়া এই আয়োজন সম্ভব হতো না। এজন্য আমরা কৃতজ্ঞ।”
অংশগ্রহণকারী ডাইস অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী মাশরাফি জানান, “এমন আয়োজন আমাদের সবার জন্য অনুপ্রেরণার। বিজয়ী বা রানারআপ হওয়ার চেয়ে বড় বিষয় হলো সবাই মিলে একটি স্মরণীয় সন্ধ্যা উপভোগ করা।”
অনুষ্ঠানের শেষাংশে পরিবেশনা করে ব্যান্ড মেকানিক্স, আপেক্ষিক এবং এ কে রাহুল, যা উপস্থিত দর্শকদের মাতিয়ে তোলে।