
তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ পড়ালেখার পাশাপাশি ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কেন্দ্রীয় ল্যাবে পার্ট-টাইম কাজ করার সুযোগ দেয়া হয়েছে স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে নিয়োগের বর্ষপূর্তিতে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
তিনি আরও বলেন, আইসিটি সেলের কাজ ত্বরান্বিত করতে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগের শিক্ষার্থীদেরও পার্টটাইম কাজের সুযোগ দিতে ব্যবস্থা গ্রহণ করা হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক, আইআইইআর পরিচালক অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান, আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. নাজিম উদ্দিন, আইএসি পরিচালাক অধ্যাপক ড. নাসির উদ্দিন মিঝি, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের বর্তমান ডিন অধ্যাপক ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফীসহ বিভিন্ন হলের প্রভোস্ট ও সাংবাদিকবৃন্দ।
আরও পড়ুনঃ কালীগঞ্জে জাতীয়তাবাদী কৃষক দলের নেতৃত্বে হায়দার আলী-নুর আল
উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয় আধুনিকরণে আমাদের আসিটি সেল আছে। যা বিভিন্ন ধরনের অপরাধ দমনে কাজ করে। তবে আগে এটির আড়িপাতা ছাড়া কোন কাজ ছিলোনা। এটি যাতে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে সেই চেষ্টা করছি। এর আগে সেন্ট্রাল ল্যাবে সহায়তার জন্য স্নাতক-স্নাতকোত্তর শিক্ষার্থীদের টেম্পোরারি কাজে নিয়োগ দিয়েছি। এখন আইসিটি সেলে শিক্ষার্থীদের পার্টটাইম কাজে নিয়োগের ব্যবস্থা করবো। যাতে তারা নিজে কাজ শিখে অন্যদেন সহায়তা করতে পারে।
এ ছাড়াও তিনি- বিদেশী শিক্ষার্থীদের জন্য স্কলারশীপের ব্যবস্থা, পিএইচডি/মাস্টার্স এ থিসিস প্রত্যাশী শিক্ষার্থীদের এককালীন অর্থ প্রদান, গবেষণা ক্ষেত্রে বাজেট শিক্ষক প্রতি বাজেট, শিক্ষার্থীদের জন্য চাইনিজ ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট চালু, শিক্ষার মান উন্নয়নে আই-আই-ই-আর-সহ ৫টি সেন্টার স্থাপন ও ফ্যাকাল্টি ভিত্তিক টিচিং-লার্নিং অ্যাভালুয়েশন চালুর কথা জানান।