ডালিয়া হালদার , ববি প্রতিনিধি:
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) তীব্র গরমে ক্লাস ও পরীক্ষা নিয়মিত হবে কিনা সিদ্ধান্ত আগামীকালকের মিটিংয়ে হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুল ইসলাম।
আজ শনিবার রাত ৮ টার সময় তিনি মুঠোফোনে আরো জানান, আমরা এখন পর্যন্ত ইউজেসি থেকে কোনো নির্দেশনা পাইনি। পূর্ব নির্ধারিত নোটিশ অনুযায়ী আগামীকাল বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম চলবে। সারাদেশ তীব্র তাপদাহে পুড়ছে , অনেক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ দিয়েছে।আমরাও অন্য বিশ্ববিদ্যালয়গুলোর সাথে সমন্বয় করে চলবো।আগামীকাল ডিন ও বিভাগীয় প্রধানদের নিয়ে মিটিং রয়েছে। মিটিংয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।সেখানে বিশ্ববিদ্যালয় স্বাভাবিক নিয়মে চলতে থাকবে বা অনলাইন ক্লাস কিংবা সময়সীমা সংক্ষেপণ করে চলার মতো যেকোনো সিদ্ধান্ত হতে পারে।তবে এখনই কিছু বলা যাচ্ছে না। শিক্ষার্থীদে জন্য কোনটা ভালো হবে সেটা বিবেচনায় রেখেই সিদ্ধান্ত নেওয়া হবে।