spot_img

― Advertisement ―

spot_img

সাজিদ হত্যার বিচার ও শিক্ষক নিয়োগ বোর্ড থেকে আওয়ামীপন্থীদের বাতিল চায় ইবি ছাত্রদল

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ হত্যার বিচার এবং শিক্ষক নিয়োগ বোর্ড থেকে আওয়ামীপন্থী শিক্ষকদের বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসআবরার ভারতীয় আগ্রাসনবিরোধী লড়াইয়ের অগ্রসৈনিক: ইবি উপাচার্য

আবরার ভারতীয় আগ্রাসনবিরোধী লড়াইয়ের অগ্রসৈনিক: ইবি উপাচার্য

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেছেন, ‘আবরার ফাহাদ ছিলেন ভারতীয় আগ্রাসনবাদী ও এদেশীয় স্বৈরাচার উৎখাত আন্দোলনের প্রথম শহীদ। তিনি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে লিখতে গিয়েই সেদিন শহীদ হন। আবরার শুধু একটি নাম নয়, তিনি ছিলেন ভারতীয় আগ্রাসনবিরোধী লড়াইয়ের পথে অগ্রসৈনিক।’

মঙ্গলবার (৭ অক্টোবর) বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শহীদ আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এই দোয়া মাহফিলের আয়োজন করে ইবি শাখা ছাত্রদল ও বৃক্ষরোপণ কর্মসূচি করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।

উপাচার্য বলেন, “শহীদ আবরার ফাহাদ আমাদের এই পরিবর্তত ইতিহাসের সবচেয়ে বড় উজ্জ্বল তারকা, আমাদের চেতনার ও প্রেরণার প্রতীক। আবরার ফাহাদের সেই স্টাটাস ছিল ভারতীয় সম্প্রসারণবাদের বিরুদ্ধে। ভারত গত ফ্যাসিস্ট রেজিমে বাংলাদেশের এত ক্ষতি করেছে। ফ্যাসিস্ট তাড়ানোর পরে তারা ফ্যাসিস্টকে আশ্রয় দিয়েছে। এতে বুঝতে হবে ভারত বাংলাদেশকে কিভাবে গিলে খাওয়ার প্রচেষ্টায় ছিল।”

তিনি আরও বলেন, “শহীদ আবরারের রক্তের প্রতিটি কোণা প্রতিবাদের। তাঁর এই চেতনা আমরা প্রত্যেকে ধারণ করবো চেতনা ও প্রেরণার আবরার হোক আমাদের ছাত্রসমাজের আলোচনার বিষয়।”

এসময় উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামানসহ বিভিন্ন অনুষদের ডিন ও বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তাসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ চট্টগ্রামে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি: খাতুনগঞ্জে ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন

প্রসঙ্গত, ২০১৯ সালের ৭ অক্টোবর মধ্যরাত থেকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে নির্যাতন করে তাকে হত্যা করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ।

তিনি বুয়েটের তড়িৎ ও ইলেক্ট্রনিক প্রকৌশল বিভাগের ছাত্র ছিলেন। হত্যার আগে ৫ অক্টোবর ভারতের সঙ্গে কিছু ‘অন্যায্য চুক্তির’ বিষয়ে ফেসবুকে পোস্ট করেন। পোস্টের জের ধরেই তাকে জেরা করা হয় এবং নৃশংসভাবে মারধর করা হয়। আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকীকে অন্তর্বর্তী সরকার জাতীয় দিবস হিসেবে ঘোষণা করেছে।