খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সময় ও তারিখ এখনো নির্ধারণ করা হয়নি। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এবারও তারা নিজস্ব পদ্ধতিতেই ভর্তি পরীক্ষা নিতে চায়।
বিশ্ববিদ্যালয়ের উপ–উপাচার্য ড. মো. হারুনর রশীদ খান বলেন, “আমরা এখনও পরীক্ষার তারিখ নির্ধারণ করিনি। ফেব্রুয়ারিতে যেহেতু রমজান ও নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে, তাই আশা করা যায় পরীক্ষা কিছুটা এগিয়ে আসতে পারে। পরীক্ষার তারিখের বিষয়ে এই সপ্তাহের মধ্যেই সিদ্ধান্ত আসতে পারে।”
তিনি আরও বলেন, “খুলনা বিশ্ববিদ্যালয় টার্ম সিস্টেম অনুসরণ করে, যা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের থেকে আলাদা। জিএসটি পদ্ধতিতে থাকলে আমাদের সেশনজটের ঝুঁকি বাড়ে। তাই ইউজিসি ও অন্য বিশ্ববিদ্যালয়ের চাপ থাকা সত্ত্বেও আমরা চাই আমাদের নিজস্ব পদ্ধতিতেই পরীক্ষা নিতে।”
আরও পড়ুনঃ যদি মেসি নিজেও বাংলাদেশের হয়ে খেলতেন তাও চ্যালেঞ্জ থাকতইঃ হামজা
উল্লেখ্য, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে খুলনা বিশ্ববিদ্যালয় গত বছর জিএসটি থেকে সরে এসে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেয়। এই পদ্ধতিতে এমসিকিউ ও রিটেন—দুই ধরনের প্রশ্ন থাকে। ২০২৪–২৫ শিক্ষাবর্ষে খুলনা, ঢাকা ও রাজশাহী—এই তিনটি বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সেই পরীক্ষায় ১,১১০টি আসনের বিপরীতে রেকর্ডসংখ্যক ১ লাখ ৭ হাজার ৬৮৫টি আবেদন জমা পড়ে, যা খুবির ইতিহাসে সর্বোচ্চ। এ বছরও শিক্ষার্থীদের ব্যাপক আগ্রহের প্রেক্ষিতে ভর্তি প্রক্রিয়া আরও আগে শুরু হতে পারে বলে জানিয়েছে প্রশাসন।