spot_img

― Advertisement ―

spot_img

সৃজনঘরের জাতীয় সিরাত প্রতিযোগিতায় দ্বিতীয় ইবি শিক্ষার্থী ইহসানুল হক 

ইবি প্রতিনিধি: বৃহত্তর সিলেটের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সংগঠন সৃজনঘরের তারুণ্যের মাহফিল-এর তৃতীয় সিজন অনুষ্ঠিত হয়েছে। এতে কলেজ-ইউনিভার্সিটি ভিত্তিক জাতীয় সিরাত প্রতিযোগিতার ভিজুয়াল আসর ‘টুয়েলভ...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসসৃজনঘরের জাতীয় সিরাত প্রতিযোগিতায় দ্বিতীয় ইবি শিক্ষার্থী ইহসানুল হক 

সৃজনঘরের জাতীয় সিরাত প্রতিযোগিতায় দ্বিতীয় ইবি শিক্ষার্থী ইহসানুল হক 


ইবি প্রতিনিধি: বৃহত্তর সিলেটের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সংগঠন সৃজনঘরের তারুণ্যের মাহফিল-এর তৃতীয় সিজন অনুষ্ঠিত হয়েছে। এতে কলেজ-ইউনিভার্সিটি ভিত্তিক জাতীয় সিরাত প্রতিযোগিতার ভিজুয়াল আসর ‘টুয়েলভ মিনিট সিরাত ২০২৫’-এ দ্বিতীয় স্থান অর্জন করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবী ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী ইহসানুল হক খান। এসময় পুরস্কার হিসেবে তাকে একটি ল্যাপটপ প্রদান করা হয়।

শনিবার (১৮ অক্টোবর) সিলেট নগরীর আমান উল্লাহ কনভেনশন সেন্টারে সকাল থেকে রাত পর্যন্ত মোট ৪টি সেশনে তরুণদের নিয়ে বিশেষায়িত ব্যতিক্রমধর্মী এ আয়োজনটি সম্পন্ন হয়।


জানা যায়, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জের বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদরাসা থেকে নিবন্ধিত ১ হাজার তরুণ ডেলিগেটকে নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।প্রশিক্ষণমূলক ও উৎসবমুখর এ আয়োজনে ছিল প্যানেল ডিসকাশন, ইয়ুথ ওয়ার্কশপ, নাসিহা সেশন, পুরস্কার বিতরণী এবং কবিতা ও সুরের জলসা।

প্রোগ্রাম পরিচালনা করেন সৃজনঘরের সভাপতি লেখক ও গবেষক হামমাদ রাগিবের পরিচালনায় প্রোগ্রামটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ইবাদ বিন সিদ্দিক ও যুগ্ম সাধারণ সম্পাদক হাম্মাদ তাহমীম।

সকাল সাড়ে ৯টা থেকে ১১টা পর্যন্ত প্যানেল ডিসকাশনে দৈনিক প্রথম আলোর সহকারী সম্পাদক মনযূরুল হকের সঞ্চালনায় ‘বাঙালি মুসলমানের সাংস্কৃতিক রাজনীতি: নতুন প্রজন্মের দৃষ্টিভঙ্গি’ বিষয়ে আলোচনায় অংশ নেন কথাসাহিত্যিক সালাহউদ্দীন জাহাঙ্গীর, কথাসাহিত্যিক সাবের চৌধুরী, তরুণ ইন্টেলেকচুয়াল ইফতেখার জামিল ও অ্যাক্টিভিস্ট জামালুদ্দীন মুহাম্মদ খালিদ।

দুপুর ১১টা থেকে ১টা ১৫ পর্যন্ত ইয়ুথ ওয়ার্কশপে স্বতন্ত্র তিনটি বিষয়ে প্রশিক্ষণের দায়িত্বে ছিলেন খ্যাতিমান তিনজন বিশেষজ্ঞ ইন্সট্রাক্টর। বহুমাত্রিক লেখক মুসা আল হাফিজ প্রশিক্ষণ প্রদান করেন ‘ইসলামি ঐতিহ্যের আলোকে তরুণদের আত্মপরিচয়’ বিষয়ে, খ্যাতিমান আলোচক মুফতি রেজাউল করিম আবরার প্রশিক্ষণ প্রদান করেন ‘ইসলামের আলোকে লিডারশিপ ও ক্যারিয়ার ভিশন’ বিষয়ে এবং ‘হালাল ফাইন্যান্স ও আধুনিক ব্যাংকিং: তরুণদের আগামীর পথচলা’ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন ইসলামি অর্থনীতি গবেষক মোহাইমিন পাটোয়ারী।

দুপুর ২টা থেকে সন্ধ্যা পর্যন্ত নাসিহা সেশনে বিষয়ভিত্তিক আলোচনায় অংশ নেন খ্যাতিমান তিনজন ইসলামিক স্কলার। মাওলানা শরীফ মুহাম্মদ ‘দেশীয় ও বৈশ্বিক সংকট: রাজনৈতিক সচেতনতার তরিকা’ বিষয়ে, মাওলানা ওবায়দুল্লাহ হামযাহ ‘স্ট্রেস ডিপ্রেশন ও আধ্যাত্মিক শান্তি’ বিষয়ে এবং মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন ‘নিজেকে উন্নত করার নাসিহা’ বিষয়ে তরুণদের জন্য বিশেষায়িত আলোচনা করেন।

সন্ধ্যা ৬টায় ছিল সৃজনঘর আয়োজিত কলেজ-ইউনিভার্সিটি ভিত্তিক জাতীয় সিরাত প্রতিযোগিতার ভিজুয়াল আসর ‘টুয়েলভ মিনিট সিরাত ২০২৫’-এর পুরস্কার বিতরণী। এতে সিলেটের বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিত্বশীল ব্যক্তিবর্গের উপস্থিতিতে প্রথম স্থান অধিকারী বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মিজানুর রহমান নাঈমকে পবিত্র উমরাহ’র প্যাকেজ, দ্বিতীয় স্থান অধিকারী ইসলামি বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার শিক্ষার্থী ইহসানুল হক খানকে একটি ল্যাপটপ এবং ঢাকা সিটি কলেজের শিক্ষার্থী মুবিদুর রহমান নাবিলকে একটি ডেস্কটপ পুরস্কার প্রদান করা হয়। এ ছাড়াও দেশের ৮০টি কলেজ ইউনিভার্সিটি থেকে সিরাতের ব্যতিক্রমী ও গবেষণামূলক এ প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রতিযোগীদের মধ্যে সেরা ১২-তে স্থান পাওয়া বাকি ৯ জনের হাতেও নগদ অর্থসহ বিশেষ পুরস্কার তুলে দেওয়া হয়।

আরও পড়ুনঃ  শেরপুরে সিজারিয়ান অপারেশনের সময় অবহেলায় প্রসূতির মৃত্যু, এভারকেয়ার হাসপাতাল ঘেরাও

টুয়েলভ মিনিট সিরাতের পুরস্কার ছাড়াও দিনব্যাপী প্রশিক্ষণে অংশ নেওয়া ডেলিগেটদের মধ্যে অনুষ্ঠিত ঝটপট প্রশ্ন ঝটপট উত্তর এবং টেন মিনিট এক্সামে বিজয়ীদের হাতেও পুরস্কার তুলে দেয় সৃজনঘর। পাশাপাশি, বহুজাতিক এআই কোম্পানি কো-ওয়ার্কারের টাস্কে অংশগ্রহণকারীদের মধ্যে লটারির মাধ্যমে বিজয়ী আরও ৩ জনের হাতে তুলে দেওয়া হয় যথাক্রমে ল্যাপটপ, ট্যাব ও স্মার্টফোন।

দিনব্যাপী পরিশ্রমপূর্ণ আয়োজনে অংশগ্রহণের পর ডেলিগেটদের আত্মিক প্রশান্তির জন্য ছিল ‘কবিতা ও সুরের জলসা। সন্ধ্যা সাড়ে সাতটা থেকে নয়টা পর্যন্ত আয়োজিত এ পর্বে কবিতা আবৃত্তি করেন খ্যাতিমান আবৃত্তিশিল্পী কবি মীম সুফিয়ান। সংগীত পরিবেশন করেন খ্যাতিমান সুরকার গীতিকার আহমদ আবদুল্লাহ, শেখ এনাম, আহমদ উসমান এবং শেখ এমাদ।

বিজয়ী প্রতিযোগী ইহসানুল হক বলেন, সৃজনঘর আয়োজিত ভিজুয়াল সিরাত প্রতিযোগিতায় ২য় স্থান অর্জন করতে পেরে মহান রবের নিকট শুকরিয়া আদায় করছি। পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি আমার পরিবার, বন্ধুবান্ধব এবং সকল শুভাকাঙ্ক্ষীকে — যারা আমাকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। এই অর্জন আমাকে আগামীতে সিরাত বিষয়ে আরও গভীরভাবে গবেষণা ও অধ্যয়ন করতে উদ্বুদ্ধ করবে।