spot_img

― Advertisement ―

spot_img

ইবিতে কমপ্লিট শাটডাউনের হুঁশিয়ারি ছাত্রদলের

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ সাজিদ হত্যার বিচার ও বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বোর্ড থেকে ফ্যাসিস্ট প্রভাবমুক্ত করার দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল ক্যাম্পাসে কমপ্লিট শাটডাউন...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসইবিতে কমপ্লিট শাটডাউনের হুঁশিয়ারি ছাত্রদলের

ইবিতে কমপ্লিট শাটডাউনের হুঁশিয়ারি ছাত্রদলের

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ সাজিদ হত্যার বিচার ও বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বোর্ড থেকে ফ্যাসিস্ট প্রভাবমুক্ত করার দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল ক্যাম্পাসে কমপ্লিট শাটডাউন ঘোষণার হুঁশিয়ারি দিয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে উপাচার্য বরাবর ৭ দফা দাবিতে স্মারকলিপি প্রদান শেষে তারা এ ঘোষণা দেয়।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, সহকারী প্রক্টর অধ্যাপক ড. খাইরুল ইসলাম এবং শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমী মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, যুগ্ম আহ্বায়ক আহসান হাবীব ও আবু দাউদসহ অন্যান্য নেতাকর্মীরা।

স্মারকলিপিতে ছাত্রদল সাতটি দাবি উপস্থাপন করে। এর মধ্যে রয়েছে—
বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম, ফি ও সনদ প্রদানসহ সব প্রক্রিয়ার পূর্ণাঙ্গ ডিজিটালাইজেশন, উন্নত চিকিৎসা ব্যবস্থা ও আধুনিক সরঞ্জাম সরবরাহ, ক্যাম্পাসে ফায়ার সার্ভিস সাবস্টেশন স্থাপন, ২৪ ঘণ্টা বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করা, টেকসই ড্রেনেজ ব্যবস্থা, নারী শিক্ষার্থীদের জন্য পৃথক ও নিরাপদ জিমনেশিয়াম সুবিধা, ফ্যাসিস্টমুক্ত নিয়োগ বোর্ড গঠন এবং আবাসিক হল ও ক্যাম্পাসের খাবারের মানোন্নয়ন ও তদারকি জোরদার করার দাবি।

নেতাকর্মীরা বলেন, “দীর্ঘদিন পার হলেও সাজিদ হত্যাকাণ্ডের কোনো অগ্রগতি নেই। প্রশাসনকে পর্যাপ্ত সময় দেওয়া হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়নি। এবার আর সময় দেওয়া হবে না— প্রশাসন দৃশ্যমান পদক্ষেপ না নিলে আগামীকাল থেকেই বিশ্ববিদ্যালয় কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হবে।”

আরও পড়ুনঃ সৃজনঘরের জাতীয় সিরাত প্রতিযোগিতায় দ্বিতীয় ইবি শিক্ষার্থী ইহসানুল হক

তারা আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বোর্ডে ফ্যাসিস্টদের দোসররা থেকে গেলে যোগ্য ও নিরপেক্ষ নিয়োগ সম্ভব নয়। তাই দলীয় ও স্বার্থান্বেষী মহলকে নিয়োগ প্রক্রিয়া থেকে দূরে রাখতে প্রশাসনকে কঠোর অবস্থান নিতে হবে।”

উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “সাজিদ হত্যাকাণ্ডের অগ্রগতি বিষয়ে শিক্ষার্থীদের জানাতে আগামীকাল সিআইডির সঙ্গে একটি মিটিংয়ের নির্দেশ দেওয়া হয়েছে।”

বিশ্ববিদ্যালয়জুড়ে ছাত্রদলের এই হুঁশিয়ারি পরবর্তী পরিস্থিতি নিয়ে শিক্ষার্থী ও প্রশাসনের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।