spot_img

― Advertisement ―

spot_img

ইবির জুলাই বিরোধীদের শাস্তি চায় বিএনপিপন্থী শিক্ষকবৃন্দ

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ সম্প্রতি ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জুলাই অভ্যুত্থানবিরোধী ভূমিকায় থাকা ৩০ জন শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত ও ৩৩জন ছাত্রলীগ নেতাকে বহিস্কারের সিদ্ধান্ত...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসসাজিদ হত্যার তদন্তে সিআইডিকে জিজ্ঞাসাবাদের অনুমোদন দিয়েছে ইবি প্রশাসন

সাজিদ হত্যার তদন্তে সিআইডিকে জিজ্ঞাসাবাদের অনুমোদন দিয়েছে ইবি প্রশাসন

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আবদুল্লাহ হত্যার তদন্তে সিআইডিকে প্রয়োজন অনুসারে যে কাউকে ডেকে জিজ্ঞাসাবাদের অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (২৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, প্রক্টোরিয়াল বডি, ছাত্র উপদেষ্টা, নিরাপত্তা সেল, কার্যকর ছাত্র সংগঠন, সাংবাদিক প্রতিনিধি ও সিআইডি-কুষ্টিয়া ইউনিটের ইনচার্জ এবং অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভার সিদ্ধান্ত মোতাবেক ইসলামী বিশ্ববিদ্যালয়ের তদন্তকাজে প্রয়োজন হলে বিশ্ববিদ্যালয়ের যে কোনো শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী বা অন্য কোনো ব্যক্তিকে ডেকে তথ্য যাচাই-বাছাই করতে পারবেন সিআইডি কর্মকর্তারা।

এর আগে গত রবিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে তদন্তের অগ্রগতি বিষয়ে প্রক্টোরিয়াল বডি ও শিক্ষার্থীদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করেন তদন্তকারী কর্মকর্তারা। ওই বৈঠকে শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে সিআইডি জানায়, ঘটনাটি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সংঘটিত হওয়ায় তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদে কিছুটা সংকোচ বোধ করছে তারা।

আরও পড়ুনঃ ববির ছাত্রী হলে তীব্র পানি সংকট, চরম দুর্ভোগে শিক্ষার্থীরা

প্রসঙ্গত, গত ১৭ জুলাই বিকেলে শাহ আজিজুর রহমান হলের পুকুর থেকে আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজিদের লাশ উদ্ধার করা হয়।

পরে ভিসেরা রিপোর্টে জানা যায়, সাজিদকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকেই শিক্ষার্থীরা ও বিভিন্ন ছাত্রসংগঠন জড়িতদের বিচারের দাবিতে আন্দোলন করে আসছে। প্রাথমিক তদন্ত শেষে প্রায় দুই মাস পর আনুষ্ঠানিকভাবে মামলার তদন্তের দায়িত্ব পায় ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)।